বাসনপত্রে দেশীয় নকশার ছোঁয়া
বাসনপত্রে দেশীয় নকশার ছোঁয়া

বাসনকোসনে ঐতিহ্যের ছোঁয়া

সিরামিকসে দেখা যাচ্ছে জামদানি ও নকশিকাঁথার নকশা। দেশীয় উৎসবে জনপ্রিয়তা তো পাচ্ছেই, দেশের বাইরেও কিনে নিয়ে যাচ্ছেন অনেকে

তৈজসপত্রে ঐতিহ্যোহী নকশার ছাপ

সিরামিকের ওপর চলতি ধারার নকশার বাইরেও নানা সময় জনপ্রিয় হয়ে ওঠে ঐতিহ্যবাহী ডিজাইন। যেমন জামদানি ও নকশিকাঁথা মোটিফের সিরামিকের ডিনার সেট, টি–সেট, মগ, হান্ডি, ফুলদানি ইত্যাদি।

সম্প্রতি আরাজ সিরামিকের ওপর এই দুই মোটিফের কাজই তুলে ধরেছে। এ বিষয়ে আরাজ সিরামিকের স্বত্বাধিকারী সাজ্জাদ আলী শরীফ বলেন, ‘শুধু দেশের মধ্যে নয়, প্রবাসী বাঙালি ও পর্যটকদের কাছেও আমরা বেশ সাড়া পাচ্ছি। আমাদের নকশাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জামদানি ও নকশিকাঁথা মোটিফের সিরামিকের পণ্যগুলো।

অনেক আগে থেকেই আড়ং, কুমুদিনী হ্যান্ডিক্র্যাফটস ও অঞ্জন’স–এ জামদানি এবং দেশীয় নকশার বিভিন্ন ধরনের তৈজস বাজারজাত করে। টেরাকোটা নকশা ফুটিয়ে তোলা তৈজসও মানুষ পছন্দ করছেন ইদানীং। নববর্ষের সময় যেমন মাটির তৈরি তৈজসের কদর বেড়ে যায়। তবে সিরামিকের ওপর করা টেরাকোটার তৈজসের বিশেষত্ব হচ্ছে—এগুলো দেখতে মাটির মতো মনে হলেও আদতে সিরামিকের তৈরি।