দুই প্রজন্ম

তাসমীম রেজার প্রিয় টম হ্যাঙ্কস, মায়ের সালমান শাহ

মায়ের সঙ্গে তাসমীম রেজা। ছবি: অধুন​া
মায়ের সঙ্গে তাসমীম রেজা। ছবি: অধুন​া

তাসমীম রেজা। ঢাকার এসওএস হারম্যান মেইনার কলেজের দশম শ্রেণির ছাত্র। ২০১৭ সালের গণিত উৎসবের জাতীয় পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে ‘সেরাদের সেরা (চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস) হয়েছে। ২০১৬ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিকসে অংশ নিয়ে দ্বিতীয় স্থান লাভ করে। তাঁর মা মমতাজ রেজা গৃহিণী। এবারের দুই প্রজন্মে থাকছে এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।

১. পছন্দের অভিনয়শিল্পী কারা?
তাসমীম রেজা: টম হ্যাঙ্কস, লিওনার্দো ডিক্যাপ্রিও।
মা: সালমান শাহ, উত্তম কুমার, সুচিত্রা সেন, শাবনূর, অজয় দেবগনের অভিনয় ভালো লাগে।
২. প্রিয় খেলা...
তাসমীম রেজা: ক্রিকেট।
মা: আমারও ভালো লাগে ক্রিকেট খেলা।
৩. প্রিয় খেলোয়াড় কে?
তাসমীম রেজা: সাকিব আল হাসান।
মা: দেশের সব ক্রিকেট খেলোয়াড়কে ভালো লাগে।
৪. প্রিয় রং কোনটি?
তাসমীম রেজা: রঙের ব্যাপারে আমার কোনো বাছবিচার নেই। সব রং ভালো লাগে।
মা: আমার পছন্দ লাল আর কালো।
৫. প্রিয় ঋতু...
তাসমীম রেজা: শীতই আমার খুব পছন্দ।
মা: আমার শীত-গ্রীষ্ম দুটিই ভালো লাগে। একেক ঋতুর একেক বৈচিত্র্যময় বৈশিষ্ট্য আমি খুব উপভোগ করি।
৬. প্রিয় খাবার...
তাসমীম রেজা: সাদা ভাত আর বুটের ডালের সঙ্গে মাংস।
মা: চীনা খাবার।
৭. প্রিয় ফল...
তাসমীম রেজা: আপেল আর কলা।
মা: আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আমের দেশে যার জন্ম, বেড়ে ওঠা তার প্রিয় ফল আম না হয়ে কি পারে!
সাক্ষাৎকার: এম এ হান্নান