দুই প্রজন্ম

ছেলের প্রিয় বাবা হাবিবুল বাশার, বাবার প্রিয় নেইমার

>

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তাঁর ছেলে তানজিম বাশার, ঢাকার সানবিমস স্কুলে নবম শ্রেণিতে পড়ছে। আজকের দুই প্রজন্মে থাকছে এই বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।

ছেলে তানজিম বাশারের সঙ্গে বাবা হাবিবুল বাশার। ছবি: অধুনা
ছেলে তানজিম বাশারের সঙ্গে বাবা হাবিবুল বাশার। ছবি: অধুনা

১. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?

হাবিবুল বাশার: জিনস, টি-শার্ট।

ছেলে: ট্রাউজার, টি-শার্ট।

২. প্রিয় খাবার?

হাবিবুল বাশার: সাদা পোলাও, মুরগির রোস্ট।

ছেলে: ভাতের সঙ্গে মায়ের রান্না করা খাসির মাংস।

৩. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে...

হাবিবুল বাশার: দিল চাহতা হ্যায়, মনপুরা

ছেলে: দ্য বাটলার, থ্রি ইডিয়টস

৪. পরস্পরের কোন দিকটি পছন্দ-অপছন্দ?

হাবিবুল বাশার: তানজিম মিথ্যা বলে না, খুব দায়িত্বশীল। অপছন্দের কিছু নেই।

ছেলে: বাবা বেশি কঠিন (স্ট্রিক্ট) হয় না এবং বিনা কারণে বকা দেয় না। কোনো কিছু খারাপ লাগে না।

৫. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?

হাবিবুল বাশার: কক্সবাজার, নিউজিল্যান্ড।

ছেলে: বাবার বাড়ি কুষ্টিয়া, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

৬. কার লেখা ভালো লাগে?

হাবিবুল বাশার: শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

ছেলে: লি চাইল্ড।

৭. পত্রিকার প্রিয় পাতা...

হাবিবুল বাশার: অবশ্যই খেলার পাতা।

ছেলে: মতামত।

৮. অবসর যেভাবে কাটাই...

হাবিবুল বাশার: বই পড়ে।

ছেলে: বই পড়ে, গেম খেলে।

৯. প্রিয় খেলোয়াড় কে?

হাবিবুল বাশার: ক্রিকেটের বাইরে নেইমার।

ছেলে: বাবাই প্রিয় খেলোয়াড়।

১০. প্রিয় খেলা?

হাবিবুল বাশার: ক্রিকেটের পর ফুটবল।

ছেলে: ব্যাডমিন্টন।

সাক্ষাৎকার: আহসান মাহমুদ