কেনাকাটা

ছাড়ে কেনাকাটা

লা রিভে চলছে বিশেষ ছাড়
ছবি : কবির হোসেন

লা রিভের সব ধরনের পোশাকে সর্বনিম্ন ৩০ শতাংশ থেকে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ছোটদের পোশাকে থাকছে ৫০ শতাংশ ছাড়। স্টক শেষ না হওয়া পর্যন্ত চলবে এ ছাড়।

সেইলরে সব ধরনের শীতের পোশাকে পাবেন ২০ থেকে ৫০ শতাংশ ছাড়।

সেইলর

বিশ্ব রঙেও চলছে ছাড়। এখানে সব ধরনের পোশাকে থাকছে সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড়। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এ দিকে ক্লাব হাউসে পাবেন নির্দিষ্ট পণ্যে ৫০ শতাংশ ছাড়।

বিশ্ব রঙ