বাড়িতে নিজের হাতেই বানানো যায় নানা জিনিস। পুরোনো জিনিসেও দেওয়া যায় নতুন রূপ।
রোদের তীব্রতার পাশাপাশি বৃষ্টি থেকে বাঁচায় ছাতা। এখন তো ফ্যাশনেরও অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয় ছাতা। ছাতা কিনে রঙিন নকশা এঁকে নিতে পারেন। যোগ হয়ে যাবে বাড়তি সৌন্দর্য। বানিয়ে দেখিয়েছেন রাইবা তাজরীদ
উপকরণ: সাদা স্প্রে রং, পেনসিল, পারমানেন্ট মার্কার, অ্যাক্রিলিক কালার, প্রয়োজনীয় তুলি এবং ব্রাশ, ট্রান্সপারেন্ট অ্যাক্রিলিক স্প্রে।
সাদার ওপর যেকোনো রং খুব সহজে ফুটে ওঠে। কালো ছাতাকে স্প্রে রং দিয়ে সাদা করে নেওয়া হয়েছে। রংটা ভালো করে বসার জন্য বড় ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দেওয়া হয়েছে। এই রং শুকিয়ে নিতে ১ থেকে ২ ঘণ্টা সময় দিতে হবে।
পেনসিল এবং পরে পারমানেন্ট মার্কার দিয়ে পুরো ডিজাইন ছাতার ওপর এঁকে নিতে হবে।
ডিজাইন অনুযায়ী অ্যাক্রিলিক রং ব্যবহার করা যাবে। এখানে রংধনুর সাতটা রং ব্যবহার করা হয়েছে। তবে ২ থেকে ৪টি রং ব্যবহার করেও পুরো কাজ করা যাবে।
রং শুকাতে আবারও ১ থেকে ২ ঘণ্টা সময় দিতে হবে। সম্ভব হলে পুরো এক দিন অপেক্ষা করে তারপর ট্রান্সপারেন্ট পেইন্ট লাগালে ভালো। বাড়তি এক দিন রং শুকানোর সময় দিলে সেই রং দীর্ঘমেয়াদি হবে। বৃষ্টিতেও ধুয়ে যাবে না।