লাক্স সুপারস্টারের নবম আসরে সেরার মুকুট উঠল মিম মানতাশার মাথায়। চ্যানেল আই নিবেদিত প্রতিযোগিতা এ বছরের ৩ জানুয়ারি থেকে শুরু হয়। সামিয়া অথৈ, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন ও নাবিলা আফরোজকে পেছনে ফেলে লাক্স সুপারস্টার ২০১৮ হলেন তিনি। প্রথম রানারআপ সারওয়াত আজাদ ও দ্বিতীয় রানারআপ সামিয়া অথৈ। গত শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার গ্র্যান্ডফিনালে অনুষ্ঠিত হয়।