মেরিল–প্রথম আলো পুরস্কার

কোন ব্র্যান্ডের কী পরেছেন তাঁরা

২৭ েম সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১ আয়োজন। জমকালো সেই সাঁঝে কোন তারকার সাজপোশাক কেমন ছিল, তা নিয়ে এবারের আয়োজন।

কৃষ্ণচূড়া সাজে বাঁধন

সাজে কৃষ্ণচূড়া ফুলের প্রাধান্য

মেয়ে সায়রাকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। তিনি এসেছিলেন দেশি ফ্যাশন ব্র্যান্ড নোবোর কৃষ্ণচূড়া মোটিফের জামদানি পরে। গয়না নেওয়া হয়েছে অ্যাডর্ন অ্যান্ড কোং থেকে। ফ্যাশনিস্তা মায়ের সঙ্গে মিলিয়ে মেয়ে সায়রা যে লম্বা রাউন্ড কাটের কামিজটি পরেছে, সেখানেও রং তুলিতে স্পষ্ট কৃষ্ণচূড়ার পাপড়ি আর কচি পাতা। চুলেও এই অভিনেত্রী গুঁজে দিয়েছিলেন কৃষ্ণচূড়া।

মেয়ে সায়রার সঙ্গে অভিনেত্রী আজমেরি হক বাঁধন

চুমকি জ্যাকেটে শুভ

অভিনেতা আরিফিন শুভর পোশাক নির্বাচন করেছেন তাঁরই স্ত্রী ডিজাইনার অর্পিতা সমাদ্দার। শুভর কালো ব্লেজারটিতে ছিল কালো চুমকির কাজ। সঙ্গে সাদা শার্ট। কাস্টমাইজড ব্লেজারের সঙ্গে পরেছিলেন কালো ট্রাউজার। গলায় ছিল কালো বো-টাই।

আরিফিন শুভ ও অর্পিতা সমাদ্দার

রুপালি রূপে জয়া

এবার পাশ্চাত্য ঘরানায় সেজেছেন জয়া আহসান

ইংল্যান্ড থেকে কেনা রুপালি টপের সঙ্গে বেলবটমের কালো প্যান্ট পরে এসেছিলেন অভিনেত্রী জয়া আহসান। কালো ভেলভেটের ব্যাগ ও জুতা তাঁকে আরও আকর্ষণীয় করেছে। জয়ার মেকআপ আর চুল সাজানোর দায়িত্বে ছিলেন নিজস্ব মেকআপ আর্টিস্ট কানিজ।

জয়া আহসানের সাজে ছিল ৭০ দশকের ধাঁচ

সাদা পরি মেহজাবীন

মেহজাবীনের প্রিয় রং সাদা

সাদা গাউন পরে এসেছিলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। গাউনটি বানিয়ে দিয়েছে আনজারা। মেহজাবীনের প্রিয় রং সাদা। হাতের ক্লাচটি কিনেছিলেন মার্কিন মুলুকে শুটিং করতে গিয়ে। মেহজাবীনের চুলের স্টাইলটি ছিল তাঁর সাজের অন্যতম হাইলাইট।

চুলের একপাশ টুইস্ট করে খোঁপা করেছিলেন মেহজাবীন

সাদা–কালোয় সিয়াম

স্যুট–প্যান্টে নিজের সাজ তুলে ধরেছিলেন সিয়াম

অনুষ্ঠানের জন্য বিশেষভাবে এই স্যুট-প্যান্ট তৈরি করিয়েছেন অভিনেতা সিয়াম। পোশাকটির নকশা করেছেন সিয়ামের ব্যক্তিগত ডিজাইনার ‘মেজর ভাই’। স্যুট-প্যান্টের সঙ্গে মিলিয়ে কালো বো-টাই আর কালো পকেট স্কয়ার ছিল। পায়ে বাটার জুতা। চুল ছিল ব্যাকব্রাশ করা।

সিয়াম তাঁর এই সাজে ছিলেন সাবলীল