ঐতিহ্য আর আধুনিকতা দুটোর ছোঁয়াই থাকতে পারে নতুন বউয়ের সাজে
ঐতিহ্য আর আধুনিকতা দুটোর ছোঁয়াই থাকতে পারে নতুন বউয়ের সাজে

সাজ

ঈদে নতুন বউয়ের সাজ

বিয়ের পর নতুন বউয়ের সাজে থাকতে পারে উজ্জ্বল রঙের প্রাধান্য।

বিয়ের পর নতুন কনে হয়ে ওঠে বাড়ির মধ্যমণি। নতুন বউয়ের সাজপোশাকের দিকেও সবার আলাদা নজর থাকে। এবারের ঈদে নতুন বউয়ের সাজপোশাকে ঐতিহ্যের মধ্যেও রাখতে পারেন আধুনিকতার ছোঁয়া। রোদমাখা ঈদে গরম থেকে স্বস্তি পেতে জমকালো শাড়ির বদলে বেছে নিন হালকা উপকরণের শাড়ি।

সকালে নকশি শাড়িতে দেশীয় ঐতিহ্য ফুটিয়ে তুলতে পারেন কনে। এ বেলায় ভারী কাজের জারদৌসির কাজ না থাকলেই ভালো, পরামর্শ দিলেন রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস।

রাতের জন্য মানানসই সাজ

সকালে সুতির শাড়ি পরলে দুপুরে অনায়াসেই পরা যায় হাফসিল্ক। ছোট হাতার ব্লাউজ মানাবে। আধুনিকতার ছোঁয়া বজায় রাখতে চাইলে পরতে পারেন সিল্ক কাতান, হ্যান্ডলুম কাতান, হালকা নকশার বেনারসি, জামদানি ও জর্জেট। তবে কাতানের ওপর কুন্দন, চুমকির নকশা এবার ততটা চোখে পড়বে না মনে হচ্ছে। শাড়িতে এবার জমকালো নকশা পছন্দ করছেন না অনেকেই। বদলে পছন্দের তালিকায় এবার রয়েছে খুবই শুভ্র নান্দনিক নকশার শাড়ি। চলতি ধারায় হালকা বুননে সিকোয়েন্সের কাজও থাকবে।

বিয়েতে পাওয়া নতুন গয়নাগুলোও কাজে লাগানো যেতে পারে ঈদের দিন। গয়নার ক্ষেত্রেও জবরজং ধাঁচটি পরিহার করতে হবে। মুক্তা আর সোনার মিশেলে ছোট গয়না বেশ মানাবে নতুন বউকে। কানে ছোট্ট ঝুমকো পরলেও বেশ লাগবে, বললেন সিক্স ইয়ার্ড স্টোরির কর্ণধার ও ডিজাইনার তাসনিম জেরিন খান।

সকালের শাড়িতে থাকুক হালকা রং

অনেকে আবার সোনার গয়না পরতে চান না। তাঁদের পছন্দ রুপা বা ধাতব গয়না। গলায় থাকতে পারেন চোকার, হাঁসুলি বা লকেট চেন। হাতে থাকুক বালা, চিকন চুড়ি। কানে ঝুমকো, মিনা করা কানপাশা। আর ঐতিহ্যের ছোঁয়া আনতে চাইলে কোমরে পরা যায় রুপার নকশা করা চাবির গোছা।

বিয়ের পরে প্রথম ঈদ। নতুন বউয়ের সাজের প্রতিও থাকবে আলাদা নজর। সাজে ঐতিহ্যের আবহ ফুটিয়ে তুলতে চোখে দিতে পারেন মোটা করে টানা আইলাইনার কিংবা কাজল। কপালে ছোট্ট টিপ। চুলে হাত খোঁপা করে বেলি ফুলের মালা পেঁচিয়ে নিতে পারেন। শাড়ি যদি হয় লাল টুকটুকে, তাহলে ঠোঁটেও লাল কিংবা খয়েরি লিপস্টিক লাগিয়ে নেওয়ার পরামর্শই দিলেন পারসোনার পরিচালক নুজহাত খান।

সাজে যদি রাখতে চান আধুনিকতার পরশ, তবে তুলির ছোঁয়া হোক হালকা। শাড়ি যদি হয় হালকা রঙের মসলিন, তবে গালে হালকা রঙের ব্লাশনই লাগাতে হবে। চোখে কাজল কিংবা আইলাইনার না দিলেও চলবে। এই সাজে কপালে টিপ মানাবে না। চুল ব্লো ড্রাই করে নিচের অংশে কোঁকড়া করা যায়। পাশ সিঁথি করে খুলে রাখলে দারুণ লাগবে। ঠোঁটে শাড়ির সঙ্গে মিলিয়ে হালকা লিপস্টিক নতুন বউয়ের সৌন্দর্য ফুটিয়ে তুলবে।