আজ আন্তর্জাতিক বিড়াল দিবস

‘ইশশ! যদি হতে পারতাম আলিয়ার বিড়াল’

আজ আন্তর্জাতিক বিড়াল দিবস। ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিমেল ওয়েলফেয়ার নামের একটি সংস্থার উদ্যোগে দিবসটি ২০০২ সাল থেকে পালিত হয়ে আসছে। ২০২০ সাল থেকে অবশ্য এই গুরুদায়িত্ব পালন করে আসছে ইন্টারন্যাশনাল ক্যাট কেয়ার নামের একটি নন–প্রফিট ব্রিটিশ সংস্থা। তারা মূলত বিশ্বব্যাপী বিড়ালের স্বাস্থ্য নিয়ে কাজ করে। বিড়ালদের মানুষের দৈনন্দিন জীবনের অংশ হিসেবে সচেতন করার জন্য দিবসটি পালিত হয়ে আসছে। মানুষের নিজেদের জন্য বিড়াল রক্ষা করার প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। এই লেখায় জানা যাক এক বলিউড তারকার বিড়ালপ্রীতির কথা।

ওর নাম এডওয়ার্ড
ছবি: আলিয়া ভাটের ইনস্টাগ্রাম হ্যান্ডল

বলিউড তারকাদের ভেতর প্রায় সবারই কোনো না কোনো পোষা প্রাণী আছে। তবে সবার ভেতর বেশ কয়েকটি বিড়াল পুষে নিজেকে অনন্য অবস্থানে নিয়ে গেছেন আলিয়া ভাট। নিজের পোষা বিড়ালগুলোকে নিজের সন্তানের চোখেই দেখেন ২৮ বছর বয়সী এই বলিউড তারকা।

আলিয়ার বিড়াল

আলিয়ার বিড়াল বলে কথা! তারাও (চন্দ্রবিন্দু হবে কি না, বুঝতে পারছি না) আধা সেলিব্রিটি। আলিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে প্রকাশিত একেকটি বিড়ালের ছবির নিচে জড়ো হয় লাখ লাখ লাভ রিঅ্যাক্ট। অনেক পুরুষ আলিয়াভক্তই দু্ঃখ করে মন্তব্য করেন যে তাঁদের ‘এইম ইন লাইফ’ আলিয়ার পোষা বিড়াল হওয়া।

আলিয়া ভাট ও তাঁর বিড়াল

‘কেন যে আলিয়ার বিড়াল হয়ে জন্মালাম না’, ‘ইশশ, যদি হতে পারতাম আলিয়ার বিড়াল’—এমন আক্ষেপও ঝরে পড়ে ভক্তদের মন্তব্যে। বিড়ালগুলোর অন্যতম এডওয়ার্ড।

আলিয়ার কোলে এডওয়ার্ড

আলিয়ার যতগুলো বিড়াল আছে, তাদের ভেতর এডওয়ার্ড সবচেয়ে বেশি জনপ্রিয়। কিছুদিন আগে বিশ্ব ইয়োগা দিবসের ভিডিওতে এডওয়ার্ডকে আলিয়ার পাশে ঘুরঘুর করতে দেখা গেছে।

সিবা নামের এই বিড়ালটি মারা গেছে

আলিয়া যখন ইনস্টাগ্রাম চালান, তখন যে বিড়াল লুকিয়ে ইনস্টাগ্রামের দিকে তাকিয়ে দেখে যে তার কয়টি ছবি পোস্ট করা হলো আর সেখানে কতগুলো ‘লাইক–কমেন্ট’ পড়ল, সেই বিড়ালের নাম পিক্কা। প্রিয় কার্টুন পোকেমনের জনপ্রিয় চরিত্র ‘পিকাচুর’ থেকে নামটি ধার করেছেন আলিয়া। ২০১৪ সালে একটি ক্যালেন্ডার ফটোশুটে পিক্কাকে নিয়েই পোজ দিয়েছিলেন তিনি!

এই যে পিক্কা

জুনিপার নামে আরেকটি বিড়াল আছে আলিয়ার। আরেকটি বিড়াল ছিল  সিবা নামের। সেই বিড়ালের মৃত্যুশোক আলিয়া ভাগাভাগি করে নিয়েছিলেন ভক্তদের সঙ্গে।

আলিয়া ও পিক্কা


আলিয়ার বোন শাহীন ভাটও ‘ক্যাট পারসন’। আরেক বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজও বিড়াল পোষার জন্য জনপ্রিয়। তাঁর সঙ্গে থাকে দুটি বিড়াল।

আলিয়া ও জুনিপার