দুই প্রজন্ম

আয়মান সাদিকের প্রিয় সিনেমা 'ট্রয়', মায়ের 'দেবদাস'

মায়ের সঙ্গে আয়মান সাদিক। ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে আয়মান সাদিক। ছবি: খালেদ সরকার
ইন্টারনেটভিত্তিক টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রেরণাদায়ী বক্তা আয়মান সাদিক। তাঁর মা শারমিন আকতার গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা

১. কোন ধরনের খাবার খেতে ভালো লাগে?

আয়মান সাদিক: যেকোনো বাঙালি খাবার আর টুকটাক চীনা খাবার।
মা: সব ধরনের বাঙালি খাবার।

২. যাদের গান পছন্দ করি...
আয়মান সাদিক: বাংলা ব্যান্ডের গান আর কোল্ড প্লে।
মা: রবীন্দ্রসংগীত। ছোটবেলায় টুকটাক গাইতামও।

৩. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে...
আয়মান সাদিক: ট্রয়।
মা: দেবদাস।

৪. বেড়াতে যেতে ভালো লাগে...
আয়মান সাদিক: সমুদ্র আছে যেখানে।
মা: পাহাড়ি যেকোনো জায়গায়।

৫. কার লেখা ভালো লাগে?
আয়মান সাদিক: মুহম্মদ জাফর ইকবাল।
মা: হুমায়ূন আহমেদ আর আয়মান সাদিক।

৬. পছন্দের রং কী?
আয়মান সাদিক: ছোটবেলায় কালো ছিল, এখন লাল।
মা: নীল।

৭. পরস্পরের ভালো-মন্দ দিক কোনটি?
আয়মান সাদিক: আমার মা মাটির মানুষ। মনে যা বিশ্বাস করেন, তাই বলে দেন—এটাই তাঁর সবচেয়ে ভালো দিক, আবার সবচেয়ে মন্দ দিক।
মা: বয়সের চেয়ে সবকিছুতেই কেন জানি একটু বেশিই বোঝে ছেলেটা।

৮. যা করতে ভালো লাগে...
আয়মান সাদিক: আমি যা শিখি তা সবাইকে জানাতে আমার খুব ভালো লাগে। তার জন্যই প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে ভিডিও তৈরি করি, ফেসবুক লাইভে যাই।
মা: ছবি দেখা, গান শোনা, ঘুরতে যাওয়া।

৯. যা ভালোবাসি...
আয়মান সাদিক: অন্যকে অনুপ্রেরণা দিতে।
মা: সব বয়সের মানুষকে সাহায্য করা।

১০. ইউটিউবে যা দেখি...
আয়মান সাদিক: শিক্ষামূলক আর ইন্টার্যাাক্টিভ সব চ্যানেলে সারাক্ষণই চোখ থাকে আমার।
মা: বাংলাদেশি নাটক-টেলিফিল্ম নিয়মিত দেখা হয়। এ ছাড়াও রান্নার কয়েকটি চ্যানেলের ভিডিও মন দিয়ে দেখি।

১১. যেখানে ঘুরতে যেতে চাই?
আয়মান সাদিক: মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর মালদ্বীপে।
মা: ছোটবেলা থেকে তাজমহল দেখার স্বপ্ন আমার, দেখতে যেতে চাই।