২০১০ সালের সেপ্টেম্বরে রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগদান করে ২০১৪ সাল পর্যন্ত একই পদে দায়িত্ব পালন করেন মাহতাব উদ্দিন আহমেদ। এরপর এপ্রিল ২০১৪ থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত তিনি একই প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা (চিফ অপারেটিং অফিসার) ছিলেন। মাহতাব উদ্দিন বর্তমানে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সহসভাপতি এবং ফরেন ইনভেস্টর’স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নির্বাহী কমিটির সদস্য।
হার্ভার্ড বিজনেস স্কুলের অ্যালামনাই মাহতাব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট অব বাংলাদেশ (আইসিএমএবি), এফসিএমএ ও সিজিএমএ অব চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসের (সিআইএমএ, ইউকে) সদস্য। অতএব পেশাজগতে প্রবেশের আগে জীবন, ক্যারিয়ার, পড়ালেখা, নেতৃত্ব, এমন আরও নানা বিষয়ে তাঁর পরামর্শ নেওয়া হতে পারে একটি সুবর্ণ সুযোগ। সুযোগটি কাজে লাগাতে চাইলে আপনাকে নাম নিবন্ধন করতে হবে ৩০ জানুয়ারির মধ্যে। বিস্তারিত এই ঠিকানায়: prothomalo. com/meet-the-expert