২০১৮ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ‘ব্যাচেলর অব ফটোগ্রাফি’ ডিগ্রি দিচ্ছে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। চার বছর মেয়াদি এই স্নাতক ডিগ্রিতে আছে মোট ৩২টি কোর্স।
ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের লিখিত ও ভাইবা পরীক্ষায় অংশ নিতে হবে। ২০১৯ ও ২০২০ সালে উচ্চমাধ্যমিক পেরোনো ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। আগামীকাল ১৮ জানুয়ারি পর্যন্ত অনলাইনে কিংবা পান্থপথে পাঠশালার কার্যালয়ে ভর্তি ফরম জমা নেওয়া হবে।
পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের আলোকচিত্র বিভাগের প্রধান তানভীর মুরাদ বলেন, ‘আমাদের ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ইন ফটোগ্রাফি কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে, যেন যে কোনো শিক্ষার্থী এখানে পড়াশোনা শেষ করে সৃজনশীল বিভিন্ন সেক্টরে কাজ করতে পারে। আলোকচিত্রের পাশাপাশি যোগাযোগ, গবেষণা সংক্রান্ত দক্ষতাও তাঁরা অর্জন করবে। বিএসএস ইন ফটোগ্রাফি কোর্সের ৬০ শতাংশ আলোকচিত্র বিষয়ক হলেও ৪০ শতাংশ জিইডি বা জেনারেল এডুকেশন। অর্থনীতি থেকে শুরু করে সমাজ বিজ্ঞানের অন্যান্য বিষয়ের ওপরও শিক্ষার্থীদের পড়ালেখা করতে হবে।’
পাঠশালায় আলোকচিত্র বিষয়ক স্বল্পমেয়াদি কোর্সেরও সুযোগ আছে।