তিড়িংবিড়িং করা টাট্টু ঘোড়া বানানোর দিন এখন। এই সময়ে আঙুলের টাট্টু ঘোড়াটাই নিয়ে যাবে স্বপ্নের অজানা জায়গায়।
টাট্টু ঘোড়া বানাতে লাগবে–
রঙিন কাগজ, আঠা, কাঁচি, এনটিকাটার, সিগনেচার পেন।
একটা ২ x ২ ইঞ্চি রঙিন কাগজ নিন।কাগজের যেকোনো বর্গ বরাবর একটু বাঁকা করে নিন।আঠা দিয়ে লাগাতে হবে।কাগজের নিচের আঠা না লাগানো অংশটি থেকে কাটা শুরু করুন। ঘোড়ার ঘাড় কেটে শরীরের নিচের অংশ আলাদা করে নিতে হবে। ছবির মতো করে কেটে নিন।এবার শরীরের নিচের অংশ আঙুলের মাপে আঠা দিয়ে আটকে দিতে হবে।আঠা শুকানোর সময়টুকুতে সাদা কাগজ কেটে ঘোড়ার কেশর বানাতে হবে। চোখ ও কান বানিয়ে নিন।তৈরি চোখ ও কানঘোড়ার গায়ে লাগিয়ে দিন।তৈরি আঙুলের টাট্টু ঘোড়া।