আরও যেসব বিষয়ে কর আরোপ করা যায়

কার্টুন: জুনায়েদ আজিম চৌধুরী
কার্টুন: জুনায়েদ আজিম চৌধুরী

চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ঘোষণায় নতুন নতুন বিষয় করের আওতায় এনেছে সরকার। উদ্দেশ্য আরও বেশি রাজস্ব আদায় করে দেশের অর্থনীতির চাকা সচল রাখা। নতুন আয়কর আইন অনুযায়ী, বেসরকারি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির তহবিল থেকে অর্জিত আয়ের ওপর ২৭ দশমিক ৫ শতাংশ হারে কর দিতে হবে, যা আগে ছিল ৫ থেকে ১০ শতাংশ।

জীবনযাত্রার খরচের বিবরণীতে মুঠোফোনের রিচার্জ, ইন্টারনেট প্যাকেজ ব্যবহারের তথ্য এনবিআরকে জানাতে বলা হয়েছে। দেশে অনেক মধ্যবিত্ত পরিবারও এখন নিয়মিত দেশে-বিদেশে ঘুরতে যায়। অনেক টাকাও খরচ করে তারা। কর নথিতে এসব হিসাব দিতে হবে।

পরিবার-পরিজন নিয়ে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চা-বাগান, সুন্দরবন, হাওরসহ যেখানেই ঘুরতে যান না কেন, কত খরচ করলেন, তা বছর শেষে এনবিআরকে জানাতে হবে। এমনকি রাজধানীর আশপাশে রিসোর্টে যাওয়ার খরচের খবরও এনবিআর জানতে চায়। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনাও হচ্ছে। আরও নতুন কোন কোন বিষয়ে সরকার কর আরোপ করতে পারে, সে বিষয়ে গভীর গবেষণালব্ধ কিছু পথ বাতলে দেওয়া যাক।

  • দিনে তিনবারের বেশি প্রেমিক-প্রেমিকার মধ্যে মুঠোফোনে কথা হলে

  • কোনো পরিবার সপ্তাহে দুই ডজনের বেশি ডিম কিনলে

  • নিজ নিজ ক্যাম্পাসের বাইরে প্রেমিক যুগল ঘুরতে গেলে

  • প্রেমিক-প্রেমিকারা এক ঘণ্টার বেশি পার্কে বসে থাকলে

  • সপ্তাহে দুবারের বেশি বন্ধুরা একসঙ্গে আড্ডা দিলে

  • ঢাকা থেকে মাসে একবারের বেশি পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে গ্রামে গেলে

  • দিনে ফেসবুকে তিনটার বেশি পোস্ট দিলে

  • দুপুরে দুই প্লেটের বেশি ভাত খেলে

  • প্রতিদিন তিন ঘণ্টার বেশি মোবাইল চাপলে

  • দিনে দুই ঘণ্টার বেশি ফেসবুক ব্যবহার করলে

  • নাটক বা সিনেমায় একবারের বেশি নায়ক-নায়িকার রোমান্সের দৃশ্য থাকলে

  • গভীর রাতে কারও ফেসবুকের ইনবক্সে ‘হাই! কী করো?’ লিখে মেসেজ পাঠালে

  • আধা ঘণ্টার বেশি যানজটে গাড়ি আটকা থাকলে হেঁটে গন্তব্যে রওনা না হলে

  • রোমান্টিক মুডে বৃষ্টিতে ভিজলে

  • স্বামী-স্ত্রীর মধ্যে সপ্তাহে দুবারের বেশি ঝগড়া হলে