যাপিত রম্য

ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড এমন হলে মুখে বলে দিলেও কেউ ব্যবহার করতে পারবে না

তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কের গতি কমে যাওয়ার অন্যতম কারণ হতে পারে অন্য কেউ যদি আপনার ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে। হতে পারে কেউ আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জেনে বা চুরি করে লুকিয়ে ইন্টারনেট ব্যবহার করছে। তবে ওয়াই–ফাইয়ের পাসওয়ার্ড যদি এমন হয়, তাহলে কেউ চুরি তো দূরের কথা, মুখে বলে দিলেও তা ব্যবহার করতে পারবে না...

পাসওয়ার্ড: কাউরে কমু না

আঁকা: শিখা

পাসওয়ার্ড: এক মিনিট দাঁড়া

পাসওয়ার্ড: দূরে গিয়া মর

পাসওয়ার্ড: ইমপসিবল

পাসওয়ার্ড: আমি জানি না

পাসওয়ার্ড: দেওয়া যাবে না

চাইলে আপনিও কিছু অভিনব পাসওয়ার্ড প্রস্তাব করতে পারেন কমেন্ট বক্সে। পরবর্তী সময়ে সেসব নিয়ে আরও কিছু কার্টুন প্রকাশ করা যাবে।