একই প্রশ্নে সবার উত্তর ভিন্ন হলেও সবাই সঠিক, প্রশ্নটি কী? দেখুন ৫টি ধাঁধা

১.

আঁকা: আরাফাত করিম

দুজন বাবা দুজন ছেলে মাছ শিকারে যায়

পুকুরটাতে বড়শি ফেলে তিনটা কাতল পায়।

প্রতিজনের ভাগে মেলে একটা করে মৎস্য

কেমন করে হলো এটা, বলো দেখি বৎস?

২.

কতর থেকে যদি আমি

বাদ দিয়ে দিই কত

থাকবে কত অবশেষে,

পারিস যদি ক তো!

৩.

প্রশ্ন একই হলেও দেখি ভিন্ন জবাব সবার

তারপরও তো সঠিক সবাই,

ক্যামনে এটা সম্ভব রে ভাই?

প্রশ্নটা কী, বলুন দেখি আওয়াজ তুলে কবার।

৪.

সকালবেলা মাথা হারায়

পায় তা ফেরত রাতে!

কে তিনি কন? কে তিনি কন?

সময় অল্প হাতে!

৫.

কোন সে জিনিস গাছে সবুজ

দোকানে ফের কালো

লাল হয়ে যায় বাড়ি আনলে

বলে দিন না জবাব জানলে,

ভাই না আমার ভালো!

ধাঁধার উত্তর দেখুন উল্টো করে