১৪ মে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছেন প্রধান নির্বাচক। বরাবরের মতো বিসিবির দল ঘোষণায় ছিল না নতুনত্ব। অথচ গত ওয়ানডে বিশ্বকাপে শিশুদের দিয়ে দল ঘোষণা করিয়েছিল নিউজিল্যান্ড। এমনকি এবার উগান্ডাও দল ঘোষণায় দেখিয়েছে চমক। দেশটির ক্রিকেট বোর্ড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে; যেখানে দেখা গেছে, এক লোক দৈনন্দিন কাজের জন্য যেখানেই যাচ্ছেন, লোকজন একেক ক্রিকেটারের ছবি ধরিয়ে দিচ্ছেন। আর এভাবেই জানা গেছে, বিশ্বকাপের টিকিট পেয়েছেন উগান্ডার কোন কোন ক্রিকেটার। এসব দেখে মনে হলো, বিসিবি আর কোন কোন উপায়ে বিশ্বকাপের দল ঘোষণা করে চমকে দিতে পারত? ভেবেছেন মাহফুজ রহমান
এসএসসি বা এইচএসসি পরীক্ষায় বসার আগে স্কুল-কলেজে দিতে হয় টেস্ট পরীক্ষা। এর ফলাফল সাধারণত জানিয়ে দেওয়া হয় স্কুল-কলেজের নোটিশ বোর্ডে। একইভাবে বিসিবি অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা যেতে পারে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম।
নব্বইয়ের দশকেও পড়াশোনা বা চাকরিসূত্রে কেউ বিদেশযাত্রা করলে পত্রিকায় ছবিসহ বিজ্ঞাপন দিতেন পরিবারের সদস্যরা। বিসিবিও একই পথে হাঁটতে পারে। চাইলে বিশ্বকাপের দলে ঠাঁই পাওয়া ক্রিকেটারদের মা-বাবাকে দিয়েও দেওয়া যেতে পারে বিজ্ঞাপন।
দল ঘোষণায় চমকের সঙ্গে একটু রহস্য থাকলে তো কথাই নেই। এ ক্ষেত্রে ‘সুবোধ’-এর মতো গ্রাফিতির আশ্রয় নিতে পারে বিসিবি। রাতের আঁধারে লোকচক্ষুর আড়ালে শহরের দেয়ালে দেয়ালে লিখে দেওয়া যেতে পারে বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের নাম।
মাইকিং করে বার্তা পৌঁছে দেওয়ার ঐতিহ্য আজ বিলুপ্তপ্রায়। বিসিবি বেছে নিতে পারে এই মাইকিং পদ্ধতি। তিন নির্বাচক একটা দিন রিকশায় ঘুরে ঘুরে মাইকিং করতে পারেন ঢাকার মিরপুর স্টেডিয়াম এলাকায়। তবে তাঁরা তো একই সময়ে সারা দেশে মাইকিং করতে পারবেন না। তাই তাঁদের ঘোষণা রেকর্ড করে বাজানো যেতে পারে দেশের আনাচকানাচে।
সম্প্রতি একটি ডিজিটাল আর্থিক পরিষেবা কোম্পানি নতুন ক্যাম্পেইনের বিজ্ঞাপন হিসেবে কজন ক্রিকেটারকে দিয়ে ফোনালাপ ফাঁসের নাটক সাজিয়েছিল। একইভাবে বিসিবিও ফোনালাপে ফাঁস করতে পারে বিশ্বকাপের দলে ঠাঁই পাওয়া ক্রিকেটারদের নাম। আর ফোনালাপ ফাঁস মানেই তো ভাইরাল!
নিচের কার্ডটি ফেসবুক পেজে শেয়ার করতে পারে বিসিবি। এতে বিশ্বকাপের নাম ঘোষণা হবে, বিসিবির ওয়েবসাইটে পাঠকের আনাগোনা বাড়বে, ফলে গুগল থেকে কিছু শিশিরসম ডলারও ঢুকবে বিসিবির দিঘিসম ব্যাংক অ্যাকাউন্টে। মন্দ কী!