অটোমোবাইল

সবচেয়ে দামি ১০ গাড়ি

পকেটে খরচ করার মতো ১ কোটি ৯০ লাখ ডলার থাকলে আপনি কী করতেন? এক গাড়ি সংগ্রাহক এই পরিমাণ টাকা খরচ করে একটি নতুন গাড়ি কিনেছেন। ‘নতুন’ বলছি, কারণ, নিলামে অ্যান্টিক গাড়ির দাম কখনো কখনো আকাশচুম্বী হতে পারে। তবে নতুন গাড়ির পেছনে এত অর্থ খরচ করার নজির দ্বিতীয়টি আর নেই। আর তাই ‘বুগাত্তি লা ভইতুর নোরে’ মডেলের গাড়িটি বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোর তালিকার শীর্ষে আছে। চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দামি ১০ গাড়ির ছবিসহ দাম ও গতি।

১. বুগাত্তি লা ভইতুর নোরে

২. রোলস-রয়েস সোয়েপটেইল

৩. বুগাত্তি সেন্তোদিয়েচি

৪. মার্সিডিজ-বেঞ্জ মেবাক এক্সেলেরো

৫. বুগাত্তি দিভো

৬. কোনিগসেগ সিসিএক্সআর ট্রেভিটা

৭. ল্যাম্বোরগিনি ভেনেনো

৮. ল্যাম্বোরগিনি সায়ান

৯. ডব্লিউ মোটরস লাইকান হাইপারস্পোর্ট

১০. বুগাত্তি ভেইরন বাই ম্যানসরি বিবেরে

সূত্র: ডিজিটাল ট্রেন্ডস