অনুপ্রেরণা

সচেতন না হলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব

লিওনার্দো ডিক্যাপ্রিও সিনেমার বাইরে প্রচারমাধ্যমের সামনে যতবারই কথা বলেন, ততবারই একটি বিষয় উঠে আসে—পরিবেশ। আরও নির্দিষ্ট করে বললে পৃথিবীর জলবায়ু পরিবর্তন। পরিবেশরক্ষার আকুতি তিনি জানিয়েছেন জাতিসংঘের পরিবেশবিষয়ক সম্মেলনেও। ২০১৪ সালে ক্যাপ্রিওর দেওয়া পরিবেশবিষয়ক কিছু সচেতনার বার্তা পড়লে আপনিও হয়তো অনুপ্রেরণা খুঁজে পাবেন পরিবেশরক্ষায় কোনো ভূমিকা রাখতে...

লিওনার্দো ডিক্যাপ্রিও
লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন

১.

একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে বেঁচে থাকার জন্য অভিনয় করতে হয়। আমাকে কাল্পনিক চরিত্র হয়ে কাল্পনিক সমস্যার সমাধান করতে হয়। আমার মনে হয়, জলবায়ু পরিবর্তনকে মানুষ অনেকটা একইভাবে দেখছে। যেন এটা একটা কাল্পনিক ব্যাপার! যেন এটা অন্য কোনো গ্রহে ঘটছে! মানুষ এমন একটা ভাব করছে যেন পরিবেশের ক্রমাগত বদলে যাওয়াটা সত্যি নয়, আর আমরা কোনো না কোনোভাবে পার পেয়ে যাব।

২.

পরিবেশের ঝুঁকি যে দিন দিন বাড়ছে, তার প্রমাণ আমাদের হাতে আছে। আমরা প্রচণ্ড অনাবৃষ্টিতে ভুগছি। সমুদ্রের পানি উত্তপ্ত হচ্ছে। পৃথিবীর আবহাওয়া চরম উষ্ণ হয়ে উঠছে। পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ গলছে অভাবনীয় হারে, আমরা টের পাওয়ার বহু আগে থেকেই।

এসবের কোনোটিই কিন্তু বাড়িয়ে বলা হচ্ছে না, এগুলো পাগলের প্রলাপ নয়। সব সত্যি। বিজ্ঞানীরা জানেন, কারখানার মালিকেরা জানেন, সরকার জানে...।

৩.

আমি বিজ্ঞানী নই, হওয়ার প্রয়োজনও নেই। বিশ্বের বিজ্ঞানী সম্প্রদায় স্পষ্ট করে বলেছেন, সচেতন না হলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এখনই সময় পথে নামার।

ইংরেজি থেকে অনুবাদ মো. সাইফুল্লাহ

সূত্র: গার্ডিয়ান