রাজধানী ঢাকার সব খাল উদ্ধার করা হলে পর্যটকেরা ইতালির ভেনিসে ঘুরতে যাওয়ার বদলে ঢাকায় ঘুরতে আসবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। ২৫ জানুয়ারি দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বছিলা এলাকায় লাউতলা খালের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রীর কথায় আমাদের চোখ খুলে গেছে! সত্যি বলতে এভাবে তো আমরা ভেবে দেখিনি। কী দরকার গাঁটের পয়সা খরচ করে ইউরোপের ভেনিসে গিয়ে খাল দেখে আসার, কী দরকার ওসব খালে নৌকায় করে ঘুরে বেড়ানোর! কারণ, আমাদের হাতের কাছেই আছে ঢাকা, আর ঢাকায় আছে অসংখ্য খাল। আসুন, দেখে নেওয়া যাক ইতালির ভেনিস ও ঢাকার খালগুলোর তুলনামূলক কয়েকটি ছবি...