তথ্য সত্য

যেসব কারণে মশা আমাদের প্রতি আকৃষ্ট হয়

পেক্সেলস

১. সারা বিশ্বে প্রায় সাড়ে তিন হাজার প্রজাতির মশা আছে। অধিকাংশ প্রজাতির স্ত্রী মশা স্তন্যপায়ী প্রাণীর রক্ত পান করে। মশার মাধ্যমে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া, পীতজ্বর প্রভৃতি রোগ হয়।

২. একবার বসায় একটি মশা সাধারণত এক লিটারের দুই লাখ ভাগের এক ভাগ রক্ত পান করে।

৩. মশা সাধারণত মানুষের নড়াচড়া, শরীরের উত্তাপের সঙ্গে নিঃসৃত অবলোহিত তেজস্ক্রিয়তা এবং রাসায়নিক সংকেতের দ্বারা আকৃষ্ট হয়। এ ছাড়া আমাদের নিশ্বাসের সঙ্গে নির্গত কার্বন ডাই-অক্সাইড এবং শরীরের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড মশাকে আকৃষ্ট করে।

৪. প্রজাতিভেদে এরা কয়েক সপ্তাহ থেকে মাসখানেক, এমনকি এরও বেশি সময় বেঁচে থাকতে পারে।

৫. মশা প্রতি ঘণ্টায় এক থেকে দেড় মাইল গতিতে একনাগাড়ে এক থেকে চার ঘণ্টা উড়তে পারে এবং একরাতে প্রায় সাড়ে সাত মাইল পথ পাড়ি দিতে পারে।

৬. মশা সাধারণত গাঢ় রং দ্বারা আকৃষ্ট হয়। এ ছাড়া কালো রংও মশার বেশ প্রিয়।

৭. পৃথিবীর সর্বত্রই মশার বিচরণ। এমনকি আর্কটিকের মতো ঠান্ডা জায়গায়ও এদের দেখা মেলে।

৮. প্রতিবছর মশার কারণে যে পরিমাণ লোকের প্রাণ যায় আর কোনো প্রাণীর কারণে এত লোক মারা যায় না।