মুস্তাফা মনোয়ারের জন্মদিন

পারুল, বাউল, ষাঁড়—পরিচিত সবার

প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিন আজ। নবম শ্রেণিতে পড়ার সময় যোগ দিয়েছিলেন রাষ্ট্রভাষা আন্দোলনে। জেলে যান ছবি আঁকার অপরাধে। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি তিনি। যুক্ত ছিলেন ‘মীনা’ কার্টুনের সঙ্গে। নির্মাণ করেছেন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে বাংলাদেশের সবচেয়ে মানসম্পন্ন ও জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। তাঁর নির্মিত অনুষ্ঠান ‘মনের কথা’ রাঙিয়েছে ’৮০ ও ’৯০ দশকের শিশু–কিশোরদের সময়। এই অনুষ্ঠানের পারুল, বাউল ও ষাঁড় আমাদের অতি প্রিয় চরিত্র। তাঁদের মুখ দিয়েই ‘শিল্পী ভাই’ মুস্তাফা মনোয়ারকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আমরা।