ধাঁধা

মুরগি আগে, না ডিম—প্রশ্নের উত্তর মিলেছে

বলা হয়, শরীর ও মন সুস্থ রাখতে হলে মগজের ব্যায়াম খুব জরুরি। এই দুঃসময়ে মন সতেজ রাখতে খেলুন বুদ্ধির খেলা। আগে নিজে চেষ্টা করুন, তারপর নিচে দেওয়া উত্তরের সঙ্গে মিলিয়ে দেখুন।

ধাঁধার উত্তর

১. প্রথমবার, তিথি আর তিতলি যাবে নদীর ওপারে। তিথি এপারে ফিরে আসবে। এবার মা যাবেন ওপারে। এরপর তিতলি নৌকা এপারে ফিরিয়ে আনবে। তিথি আর তিতলি একসঙ্গে আবার যাবে ওপারে। তিতলিকে নামিয়ে দিয়ে তিথি এপারে ফিরে আসবে। এবার বাবা যাবেন ওপারে। বাবা নেমে গেলে তিতলি নৌকাটা এপারে ফিরিয়ে আনবে। দুই বোন একসঙ্গে ওপারে যাবে।


২. এক ঘণ্টা।


৩. ডিম। কারণ, মুরগির জন্মের অনেক আগেই ডায়নোসর ডিম পেড়েছিল। (এখানে ‘মুরগির ডিম’ তো বলা হয়নি!)


৪. হ্যাঁ।


৫. কোনো সময়ই লাগবে না। কারণ, ৬ জন শ্রমিক ইতিমধ্যে দেয়াল মেরামত করে ফেলেছেন।