বিচিত্র

মাস্ক দিয়ে দড়িলাফ

ফোন, চাবি, মানিব্যাগ—বাইরে বেরোলে এই তিন নিত্যব্যবহার্য বস্তুর সঙ্গী হয়েছে মাস্ক। তবে ফোন, মানিব্যাগের চেয়েও একটি জায়গায় এগিয়ে গেছে এটি। মাস্ক এখন পোশাকের সম্মানও পাচ্ছে। চারপাশে কত বাহারি নকশার মাস্কই না চোখে পড়ছে। আবার অন্য রকম দৃশ্যও চোখে পড়ছে অহরহ। কেউ মাস্ক পরছেন নাকে, কেউ কপালে, কেউ থুতনিতে, কেউ গলায়। তবে জার্মান শিল্পী স্টেফান ক্রাফট অবশ্য মাস্ক ব্যবহার করেছেন ছবি আঁকার মাধ্যম হিসেবে কিংবা বলা ভালো, মাস্ক দিয়েই ছবি এঁকেছেন তিনি। সেগুলো আবার শেয়ার করেছেন ইনস্টাগ্রামে তাঁর ICONEO নামের অ্যাকাউন্টে। চলুন, দেখা যাক স্টেফানের মাস্ক দিয়ে আঁকা ছবিগুলো...