মশারি খাটানোর হোম সার্ভিস নিন আজই

ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। সময় এসেছে আবারও ঘরে ঘরে মশারি টানানোর। তবে এই মশারি টানানোর দায়িত্ব আসতে কার? কারা টানাবে মশারি? এ নিয়ে ভেবেছেন নিজের মশারি নিজেই টানানো লেখক এইচ এম ফজলে রাব্বী

ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে, সময় এসেছে আবারও ঘরে ঘরে মশারি টানানোর

ধাপ ১

প্রথমে পরিবারের মুরব্বি সদস্যদের নিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। যে কমিটিতে নারী-পুরুষের সমঅধিকার বজায় রাখা বাঞ্ছনীয়। এই কমিটির সিদ্ধান্তই শিরোধার্য বলে বিবেচিত হবে।

ধাপ ২

কমিটির একমাত্র দায়িত্ব হবে একজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল ও যোগ্য মশারিম্যান খুঁজে বের করা। এ জন্য দরকার হলে বাসাকে উত্তর ও দক্ষিণ দুই অংশে বিভক্ত করা যেতে পারে। উত্তরের দায়িত্বে থাকবেন একজন, আবার দক্ষিণের দায়িত্বে থাকবেন আরেকজন।

ধাপ ৩

মশারিম্যান হওয়ার জন্য বাসার সবচেয়ে ছোট, বেকার কিংবা পাবলিক পরীক্ষায় কম সিজিপিএ-ওয়ালা ব্যক্তিকে জোর করে নির্বাচিত করার এখতিয়ার নির্বাচন কমিটির থাকবে। তারা মশারিম্যান হতে অপারগতা প্রকাশ করলে তাদের স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব কেড়ে নেওয়া হবে। দরকার হলে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড তাদের অজান্তে দিনে দুবার বদল করা যাবে।

প্রতিটি মশারির ফিটনেস যাচাই করা বাধ্যতামূলক

ধাপ ৪

মশারিম্যানের প্রথম দায়িত্ব হবে কোথাও যেন কোনো প্রকার পানি না জমে। দরকার হলে পানির জগ কিংবা ফিল্টারে জমিয়ে রাখা পানিও ফেলে দিতে হবে। তারপরও কোথাও পানি জমতে দেওয়া যাবে না।

ধাপ ৫

মশারিম্যানের দ্বিতীয় দায়িত্ব হবে সন্ধ্যার পর থেকে সব দরজা, জানালা দৃঢ়ভাবে বন্ধ করা। অতঃপর মশা নিধনকারী স্প্রে নিয়ে এদিক-ওদিক ঘাপটি মেরে বসে থাকা। যেখানেই মশার আভাস পাওয়া যাবে, সেখানেই টিয়ার গ্যাসের মতো মশা নিরোধক স্প্রে করতে হবে। এর জন্য যাবতীয় খরচ সাংসারিক বাজেট থেকে বরাদ্দ থাকবে।

ধাপ ৬

সব শেষে প্রতি রাত ১০টার মধ্যে প্রতিটি কক্ষে চীন থেকে আমদানি করা ‘১নং ম্যাজিক মশারি’ টানিয়ে ফেলতে হবে। সেই সঙ্গে প্রতিটি মশারির ফিটনেস যাচাই করা বাধ্যতামূলক (মশারিতে ফুটো থাকলে বন্ধ করার দায়িত্ব তাদেরই)। বাড়তি নিরাপত্তা হিসেবে মশারির ভেতর সবাইকে হুডি, হাতমোজা, কনভার্স, মাফলার পরে বসে থাকার জন্য বাধ্য করতে হবে। যত গরমই লাগুক না কেন, বাঁচতে হলে পরতে হবে।

বি.দ্র.: তারপরও মশার কামড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হলে কপালের দোষ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে নিচের বিজ্ঞাপনের মতো কোনো সার্ভিস সত্যিই যদি এসে যায়, তাহলে তো কথাই নেই...

কপিরাইটার ও ভিজ্যুয়ালাইজার: আবু হাসান