কৌতুক

বয়সে বড় পাত্রীকে বিয়ে করার গাণিতিক উপায়

আঁকা: জুনায়েদ

খাতা ছেঁড়ার কারণ

গণিত ক্লাসে শিক্ষক ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক করে দিলেন।

বিল্টু ছেলেটা মনোযোগ দিয়ে সব নোট খাতায় তুলে নিল।

শিক্ষক ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ড মুছে ফেলতেই বিল্টু খাতাটাও ছিঁড়ে ফেলল।

তপু জিজ্ঞেস করল, ‘খাতা ছিঁড়লি কেন?’

বিল্টু বলল, ‘স্যার ব্ল্যাকবোর্ডের সব লেখা মুছে দিলেন যে!’

লটারির টিকিট

হাবলু মিয়া ১০ টাকার লটারির টিকিট কিনে ৪০ লাখ টাকা জিতলেন।

সরকারি কর ৩৫ লাখ টাকা কেটে কর্তৃপক্ষ বাকি টাকাটা দিল হাবলু মিয়াকে।

হাবলু মিয়া তো রেগেমেগে আগুন, ‘মশকরা পেয়েছেন? আমার পাওনা ৪০ লাখের পুরোটা দিয়ে দেন! তা না হলে লটারি কেনার ১০ টাকা এখনই ফেরত চাই।’

আস্ত গাধা

একদিন ভোলানাথ ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিল। ফুটপাতের পাশেই একটি দেয়ালে লেখা, ‘যে ব্যক্তি এ লেখা পড়বে, সে একটা আস্ত গাধা’।

ভোলানাথ এটা পড়েই তো মহা ফ্যাসাদে পড়ে গেল। নিজেকে সে কিছুতেই গাধা ভাবতে রাজি নয়। তাই সে ওই লেখা মুছে দিয়ে লিখে দিল, ‘এ লেখা যে লিখেছে, সে একটা আস্ত গাধা।’

বয়সে বড়

গ্রামে ছিল এক লোক, নাম হাবু। সে একদিন বিয়ের প্রস্তাব দিল এক মেয়েকে।

প্রস্তাব শুনে মেয়েটি বলল, ‘দেখো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে তোমার চেয়ে এক বছরের বড়।’

হাবু তখন খুশিতে আটখানা হয়ে বলল, ‘ওটা কোনো সমস্যাই না। আমি তোমাকে তাহলে এক বছর পরই বিয়ে করব।’