বাংলাদেশে কেউ হঠাৎ করে ধনী হলে যা হয়

১.

ক. উন্নত দেশে কেউ ধনীর তালিকায় নাম লেখালে তাঁর সম্পর্কে পত্রিকায় লেখেন একজন ফিচার রাইটার।

খ. আমাদের দেশে কেউ হঠাৎ ধনী হলে তাঁর সম্পর্কে পত্রিকায় লেখেন একজন ক্রাইম রিপোর্টার।

২.

ক. বাইরের দেশগুলোতে ধনী ব্যক্তিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন।

খ. শিক্ষা খাতে আমাদের দেশের ধনীদের বিচরণ কয়েকটি স্কুল-কলেজ প্রতিষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ।

৩.

ক. উন্নত দেশে যিনি ধনী হতে থাকেন, দেখা যায় শেষ পর্যন্ত তিনি নিজেই শুধু ধনী হয়েছেন। তবে তাঁর কল্যাণে উপকৃত হয় অনেক মানুষ।

খ. আমাদের দেশে কেউ ধনী হওয়ার সময় স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন, পরিবার-পরিজনসহ একযোগে ধনী হন।

৪.

ক. বাইরের দেশগুলোতে ধনী ব্যক্তিরা নিজের সাফল্যের সূত্রগুলো বিভিন্ন মাধ্যমে জনগণের কাছে প্রকাশ করেন।

খ. আমাদের দেশের ধনীদের কাছ থেকে এই সূত্রগুলো জেনে নেওয়ার সৌভাগ্য আমাদের হয়নি।

৫.

ক. অন্যান্য দেশের ধনীদের, যেমন জেফ বেজোস, ইলন মাস্ক কিংবা বিল গেটসকে আদর্শ মেনে অন্য কেউ ধনী হয়েছে বলে শোনা যায় না।

খ. আমাদের দেশের ধনীদেরকে কেউ সত্যিই আদর্শ মানলে তাঁর পক্ষেও ধনী হওয়া সম্ভব।

৬.

ক. বাইরের দেশের ধনীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়।

খ. আমাদের দেশের ধনীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সময় নষ্ট করেন না। এ জন্যই সম্ভবত আমাদের দেশে অতিধনীর পরিমাণ বৃদ্ধির হার অনেক উন্নত দেশের থেকেও বেশি।