কৌতুক

বইটি এতই অসাধারণ যে একবার বন্ধ করলে আর খোলা যায় না

প্র্যাকটিক্যাল

আঁকা: জুনায়েদ

শিক্ষক জিজ্ঞেস করলেন, ‘বেঞ্চে মাথা রেখে ঘুমাচ্ছিলি, আবার মিথ্যা কথা বলছিস কেন?’

ছাত্র বলল, ‘স্যার, কী যে বলেন! আপনি মাধ্যাকর্ষণ শক্তি নিয়া পড়াচ্ছিলেন তো, তাই একটু প্র্যাকটিক্যাল করছিলাম আরকি।’

শিক্ষক রেগে গেলেন, ‘মানে?’

ছাত্র বলল, ‘স্যার, মাথার ভার ছেড়ে দিতেই ঘাড়সহ তা নিচে নেমে যাচ্ছিল। মানে মাধ্যাকর্ষণের টানে...’।

নাচতে ইচ্ছুক

পার্টিতে এক লোক বসে আছে।

সবাই নাচছে, লোকটা দেখছে।

একটু পর এক তরুণী এসে বলল, ‘আপনি কি নাচতে ইচ্ছুক?’

লোকটি উৎফুল্ল হয়ে বলল, ‘অবশ্যই!’

মেয়েটি এবার বলল, ‘তাহলে চেয়ারটা ছাড়ুন। আমি একটু বসব!’

ঘুমের অপেক্ষায়

এক লোক চিড়িয়াখানায় সিংহের খাঁচার পাশে সাবান আর রেজর নিয়ে ঘুরঘুর করছিল।

চিড়িয়াখানার কর্মী: কী ব্যাপার, এখানে ঘুরঘুর করছেন কেন?

লোক: সিংহের ঘুমের অপেক্ষায় আছি।

চিড়িয়াখানার কর্মী: মানে?

লোক: মানে শেভ করব, শেভিং ব্রাশটা হারিয়ে গেছে কিনা।

অসাধারণ বই

মেডিকেল কলেজে নতুন ভর্তি হয়েছে আদিল। বিশাল বিশাল বইয়ে অতিষ্ঠ তার জীবন।

আদিলের এক বন্ধু জিজ্ঞেস করল, ‘গ্রের অ্যানাটমি বইটা পড়তে কেমন লাগছে রে?’

আদিলের জবাব, ‘এককথায় অসাধারণ বই!’

বন্ধু বলল, ‘তাই নাকি?’

আদিল বলল, ‘একবার বন্ধ করলে আর খোলাই যায় না!’