চাক নরিস ফ্যাক্টস

পেঁয়াজকে কাঁদাতে পারেন যিনি

ভার্চুয়াল দুনিয়ায় মহাবিক্রমশালী চাক নরিস, যিনি অনায়াসেই একটা মাছকে পানিতে চোবাতে পারেন! কিংবা ডিলিট করতে পারেন কম্পিউটারের রিসাইকেল বিন! হাসছেন? খবরদার, চাক নরিস শুনলে আপনাকে আগুনে পুড়িয়ে মারতে পারেন...পানির নিচে! মার্কিন এই মার্শাল আর্টিস্ট ও অভিনয়শিল্পীর জন্ম ১৯৪০ সালে, ১০ মার্চে। ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স থেকে অবসর নেওয়ার পর মার্শাল আর্টের দুনিয়ায় পা রাখেন নরিস। তারপর গড়ে তোলেন ‘চান কুক দো’ নামের মার্শাল আর্টের স্কুল। ২০০৫ সাল থেকে ইন্টারনেটে কিংবদন্তি হয়ে ওঠেন এই অভিনয়শিল্পী। ‘চাক নরিস ফ্যাক্টস’ নামে তাঁর এই ‘কিংবদন্তি’গুলো এককথায় অসম্ভব হাস্যরসে ভরপুর।