কৌতুক

দুই কম্পিউটার প্রোগ্রামারের ধনী হওয়ার উপায়

পিক্সাবে

ডিম–দুধের মিল

বিজ্ঞান ক্লাস চলছে। শিক্ষক পড়াচ্ছেন খাদ্যের পুষ্টিগুণ নিয়ে—

শিক্ষক: আচ্ছা, বলো তো ডিম আর দুধের মধ্যে মিল কোথায়?

ছাত্র: স্যার, এটা তো খুব সহজ প্রশ্ন।

শিক্ষক: তাহলে উত্তর দাও।

ছাত্র: স্যার, দুটি থেকেই ‘ছানা’ পাওয়া যায়।

কৃপণের দান

লিটুর সঙ্গে বন্ধু মিঠুর দেখা—

মিঠু: জানিস, তোর বাবা কাল আমাকে বকা দিয়েছেন!

লিটু: বলিস কী? তুই তো তাহলে মহাভাগ্যবান।

মিঠু: কেন?

লিটু: আমার বাবা এত কৃপণ যে কাউকে কিছু দিতেই চান না।

পথের ঠিকানা

শহরে এসে এক পথিক পথ হারিয়েছে—

পথিক: ভাই, এই রাস্তাটা কোথায় গেছে?

এলাকাবাসী: কোথাও যায়নি তো!

পথিক: কেন মজা করছেন, ভাই! সত্যি করে বলেন না দয়া করে।

এলাকাবাসী: মজা কেন করব! আমি তো ৩০ বছর ধরে দেখছি, রাস্তাটা এখানেই আছে।

ধনী হওয়ার উপায়

কম্পিউটার প্রোগ্রামার দুই বন্ধু ভীষণ হতাশ।

বিকেলে চা খেতে খেতে এক বন্ধু বলল, ‘এভাবে অল্প পয়সায় জীবন চলে না।’

দুদিন পর দ্বিতীয় বন্ধুটি দৌড়ে এল। বলল, ‘বন্ধু, বুদ্ধি পেয়েছি!’

প্রথম বন্ধুর প্রশ্ন, ‘কী বুদ্ধি?’

দ্বিতীয় বন্ধু বলল, ‘আমরা একসঙ্গে ধনী হতে পারি। এর জন্য তুই শুধু ভাইরাস প্রোগ্রাম করবি, আমি করব অ্যান্টিভাইরাস, ব্যস!’