কপালে টিপ পরা নিয়ে রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক লতা সমাদ্দারকে হেনস্তা করেছেন এক পুলিশ সদস্য। এ নিয়ে ফেসবুক থেকে জাতীয় সংসদ—সবখানে ক্ষোভ প্রকাশ করছে মানুষ। সব দেখেশুনে ‘একটু থামুন’ কপালের টিপদের কথোপকথন শোনার চেষ্টা করল। এর মাধ্যমে বোঝার চেষ্টা করা হলো, তিনি কেন টিপ দেখলেই খেপে যান...