‘কথা দাও আবার আসবে/এমনই করে ভালোবাসবে।’ শিল্পী মান্না দের গানের মতো এমন প্রতিশ্রুতি পেলে হাসিমুখে প্রিয়জনকে বিদায় দিতে রাজি আছেন অনেকে। আমরাও দৈনন্দিন জীবনে কথা দেওয়া-নেওয়ার খেলায় মেতে থাকি যেন। মা-বাবা, পরিবার-পরিজনকে কথা দিই। কথা দিই প্রেমিক বা প্রেমিকাকে—‘তোমাকে ছেড়ে যাব না’, ‘চিরজীবন তোমার থাকব’, ‘আর এমন হবে না’, ‘আর ঝগড়া করব না’, ‘কষ্ট দেব না’। অফিসের বসকেও কথা দিই, ঠিক সময়ে অফিসে আসব। অনেক সময় নিজেকেই নিজে কথা দিই—ঠিকমতো পড়াশোনা করব, এখন থেকে ডায়েট করব, আর ফেসবুক চালাব না। এমন অসংখ্য প্রতিশ্রুতির বিনিময় চলে আমাদের মধ্যে। আবার ‘কেউ কথা রাখে না’ বলে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো অভিযোগও করি।
কিন্তু সব প্রতিশ্রুতিই কি রক্ষা করা যায়!
এরপরও প্রতিশ্রুতি ব্যাপারটি সুন্দর। জীবনের বৈচিত্র্য আর উত্থান-পতনের গুরুত্বপূর্ণ অনুঘটক। স্বপ্ন আর স্বপ্নভঙ্গের মাঝামাঝি যেন এক অনিন্দ্য সেতুবন্ধ। কখনো কখনো বেঁচে থাকার উপলক্ষও।
আজ ১ জানুয়ারি, বছরের প্রথম দিন। দিনটি ‘প্রতিশ্রুতি দিবস’ হিসেবেও পালিত হয়ে থাকে। ১৯৬০ সাল থেকে দিনটি পালিত হয়ে আসছে।
আজ পুরোনো খেরো খাতায় চোখ বুলিয়ে নিন একবার। আপনাকে কথা দিয়ে কে কথা রাখেননি, আপনি রাখেননি কাকে দেওয়া প্রতিশ্রুতি। নতুন বছরের প্রথম দিনেই অঙ্গীকার করুন, আলটপকা কথা দেবেন না কাউকে। যাকে যে প্রতিশ্রুতি দেওয়া হবে, সাধ্যমতো পালনের চেষ্টা করবেন।
ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে