বিচিত্র

ইলন মাস্ককে পরামর্শ—টুইটার না কিনে গোটা শ্রীলঙ্কাকেই কিনে নিন

‘টুইটার কিনে নিতে ৪৩ বিলিয়ন ডলার হাঁকিয়েছেন ইলন মাস্ক। শ্রীলঙ্কার দেনা ৪৫ বিলিয়ন ডলার... ’, এমনটাই টুইট করেছেন স্ন্যাপডিলের প্রধান নির্বাহী কুনাল ভাল।

কোলাজ: একটু থামুন

চরম অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা। দেশটির দেনা ৪ হাজার ৫০০ কোটি (৪৫ বিলিয়ন) ডলার। ওদিকে ইলন মাস্ক মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার কিনতে হাঁকিয়েছেন প্রায় ৪ হাজার ৩০০ কোটি (৪৩ বিলিয়ন) ডলার। টুইটার ব্যবহারকারীরাও কম রসিক নন। মওকা পেয়ে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে দিচ্ছেন বিনা মূল্যের সুপরামর্শ। বিচার–বিশ্লেষণ করে মনে হচ্ছে, টুইটার ব্যবহারকারীদের পরামর্শ মানলে সবার জন্যই মঙ্গল! তাঁরা বলছেন, ‘টুইটারের বদলে গোটা শ্রীলঙ্কা দেশটাই কিনে নিন।’

ভারতীয় ই–কমার্স কোম্পানি স্ন্যাপডিলের প্রধান নির্বাহী কুনাল ভাল পরামর্শ দিয়েছেন, টুইটার কিনে নিতে ৪৩ বিলিয়ন ডলার হাঁকিয়েছেন ইলন মাস্ক। শ্রীলঙ্কার দেনা ৪৫ বিলিয়ন ডলার। দেশটি কিনে তিনি নিজেকে সিলন মাস্ক হিসেবে দাবি করতে পারেন।

এটা তো সবারই জানা, শ্রীলঙ্কা পুরোনো নাম ‘সিলন’। কুনালের রসিকতায় ইলন মাস্ক কান দিয়েছেন কি না, তা অবশ্য জানা যায়নি!

কুনালের মতো আরও অনেকের সুপরামর্শে ভেসে যাচ্ছে টুইটার। কয়েকটি উদাহরণ দেখুন—

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের বোর্ডে আসতে চেয়েছিলেন বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার সিইও ইলন মাস্ক। কিন্তু সম্প্রতি সে বিবেচনা থেকে সরে এসে ৪ হাজার ১০০ কোটি (৪১ বিলিয়ন) ডলারে টুইটারকে কেনারই প্রস্তাব দিয়েছেন তিনি।

টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মাস্ক টুইটারের প্রতিটি শেয়ারের দাম ৫৪ দশমিক ২০ মার্কিন ডলার দিতে চেয়েছেন। আর তার পরপরই টুইটারের শেয়ারের দাম বেড়ে গেছে ১২ শতাংশ। সম্প্রতি টুইটারের ৯ শতাংশ শেয়ার কেনার কথাও জানান মাস্ক।

শীর্ষ ধনী মাস্ক টুইটার কিনে নেওয়ার যে প্রস্তাব দিয়েছেন, তাতে আতঙ্কিত না হওয়ার জন্য কর্মীদের অনুরোধ জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল। কর্মীদের আশ্বস্ত করে বলেছেন, এ জন্য কোম্পানি জিম্মি হয়ে থাকবে না।