১৮ ডিসেম্বর শেষে হচ্ছে ২০ নভেম্বর শুরু হওয়া এবারের বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আজ অন্য রকম একটা রাত। কারণ, আজকের রাতে বিশ্ব ফুটবলে বাংলাদেশিদের সবচেয়ে বেশি সমর্থন পাওয়া দুটি দল আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ রয়েছে। প্রথমটিতে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া আর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ফুটবলপ্রেমীরা তারকার আজকের দিনটাকে এবারের বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে আকাঙ্ক্ষিত রাতও মনে করছেন। তারকাদের ঘরে ঘরে খেলা নিয়ে চলছে বেশ উন্মাদনা। কারও পরিবারের একজন ব্রাজিল তো অন্যরা আর্জেন্টিনা আবার কারও একজন আর্জেন্টিনা তো অন্য সবাই ব্রাজিল। কেউবা অন্য দলেরও সমর্থন করছেন।
নিজেকে ব্রাজিল ফুটবল দলের বনেদি সমর্থক মনে করেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তাঁর কার্যালয়ে রাত জেগে খেলা দেখার উৎসব চলে। ব্রাজিল দলের পাঁড় সমর্থক হলেও অন্য দলের খেলাও সবাইকে নিয়ে হইহুল্লোড় করে উপভোগ করেন এই সংগীতশিল্পী।
সম্প্রীতির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যারা বনেদি ব্রাজিল সমর্থক আছি, ব্রাজিলীয় ঐতিহ্যের সাম্বা ফুটবলকেই ভালোবাসি। একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে সব সময়ের মতো আমার প্রথম সিদ্ধান্ত কোনো আর্জেন্টাইন সাপোর্টারের সঙ্গে তর্ক করব না। এমনিতেও মিনিমাম কাছাকাছি যোগ্যতাসম্পন্ন না হলে কারও সঙ্গে তর্কও করি না। ব্রাজিল দ্য আ টিম হিসেবে খেলে, যেকোনো ব্যক্তিগত ক্যারিশমা এই দলের একটা হালকা উপলক্ষ মাত্র। সঠিকভাবে খেললে দল হিসেবে আর্জেন্টিনা শক্তিশালী এবং বিশ্বকাপের দাবিদার, এ রকমভাবে বাকি দলগুলোও জেতার জন্য খেলতে আসে।’
কথায় কথায় আসিফ এ-ও বলেন, ‘ফুটবল নিয়ে চার বছরে একবারই পাগল হই, পাগল চেতাবেন না, প্লিজ। আমাকে আমার পছন্দের দলটাকে সাপোর্ট করতে দিন, এটা আমার মৌলিক ফুটবলিক অধিকার। যে দলগুলো অন্তত তিনবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মতামত সাগ্রহে মেনে নেব। বাকিরা মিনিমাম জ্ঞানী হয়ে থাকলে ইতিহাস চর্চা করে মন্তব্য করুন। খেলা নিয়ে থাকি, খেলা উপভোগ করি। সফল হোক গ্রেটেস্ট শো অন আর্থ-দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২। বি স্পোর্টিং, বি পজিটিভ, বি বাংলাদেশি, বি ব্রাজিলিয়ান। ভালোবাসা অবিরাম।’
অভিনয়শিল্পী জাহিদ হাসান তাঁর পরিবারের একমাত্র আর্জেন্টিনা সমর্থক। মডেল-অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী স্ত্রী সাদিয়া ইসলাম মৌ, মেয়ে পুষ্পিতা ও ছেলে পূর্ণও ব্রাজিল দলের সমর্থক।
কথা প্রসঙ্গে জাহিদ হাসান জানালেন, মৌয়ের বাবা ব্রাজিলের সমর্থক ছিলেন। সেই থেকে মৌও ব্রাজিলের সমর্থক। প্রথম ম্যাচে আর্জেন্টিনা যখন হেরে যায় ছেলে-মেয়ে দুজনে কাছে এসে খোঁচা মারছিল। ওদের খোঁচা মারার পরও আমি গান গাইছিলাম, ‘হারজিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে’। দ্বিতীয় ম্যাচ আর্জেন্টিনা জেতার পর বাসায় ভালো অবস্থানে আছি। যদিও ব্রাজিলের চেয়ে ভালো ম্যাচ এখনো আর্জেন্টিনা খেলতে পারেনি।
মৌ জানালেন, তিনি খেলা অতটা বোঝেন না। তবে বাসার মধ্যে অন্যরা খেলা নিয়ে উত্তেজিত থাকে। বিশ্বকাপ ছাড়াও ফুটবলের গুরুত্বপূর্ণ অন্যান্য আসর দেখে। হেরে গেলে স্বাভাবিকভাবে মন খারাপ থাকে ওদের। তখন গিয়ে একটু-আধটু খোঁচা দিই, এই আরকি।’
ঢালিউডের আলোচিত আরও দুই নায়িকা শবনম বুবলী ও পূজা চেরি যথাক্রমে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক। শুটিং বা অন্য যে ব্যস্ততাই থাকুক না কেন, সময় করে প্রিয় দলের খেলা দেখেন তাঁরা এবং খেলা চলাকালে নিজেদের মনের অনুভূতি ফেসবুকে পোস্ট দেওয়ার মধ্য দিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেন।
বিশ্বকাপ ফুটবলে চিত্রনায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি দুই দলের সমর্থক। পরীমনি আর্জেন্টিনা ও শরীফুল রাজ ব্রাজিল সমর্থন করেন। বিশ্বকাপ ফুটবলে প্রিয় দলের খেলা থাকলে মিস করেন না এই তারকা দম্পতি। খেলা নিয়ে তাঁদের মধ্যে রয়েছে দারুণ উন্মাদনা। নিজেদের প্রিয় দলের খেলার দিন বেশ টেনশনেই থাকেন দুজন। এই দুই দলের খেলা নিয়ে তাঁদের মধ্যে এত বেশি উত্তেজনা কাজ করে, তা দুজনের কথা শুনলেই বোঝা যায়।
বিশ্বকাপে নিজেদের প্রিয় দল জিতলে দেশের বাইরে কোথায় বেড়াতে যাবেন, সেটাও জানিয়েছেন তাঁরা। রাজ জানান, ব্রাজিল জিতলে পরীমনিকে নিয়ে ইউরোপ ভ্রমণে যাবেন। যেহেতু বিয়ের পর আমাদের কোথাও যাওয়ার সুযোগ হয়নি, তাই ব্রাজিল জিতলে এই ভ্রমণটা করবেন বলে আশা করছেন তিনি।
অন্যদিকে পরীমনি বলেন, ‘মেসি আমার প্রিয় খেলোয়াড়, আর্জেন্টিনা প্রিয় দল। মেসির পায়ে বল দেখলে নিজের ভেতরে আলাদা একটা আনন্দ অনুভব করি। এত বড় একজন খেলোয়াড় হয়েও মাঠে ও মাঠের বাইরে মেসির বিনয়, আচরণ আমাকে মুগ্ধ করে। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবশ্যই রাজকে নিয়ে মেসির দেশে যাব।’
দুজনের দুটি প্রিয় দল হওয়ায় একটা মজাও আছে। পরী বললেন, ‘দুজনের প্রিয় ভিন্ন দুই দল হওয়াতে খেলা দেখার সময় উত্তেজনা নিয়ে দুজনে খেলা দেখি। চিরপ্রতিদ্বন্দ্বী ব্যাপারটাও থাকে। তা নিয়ে আমরা বেশ মজা করি।’
ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাসের প্রিয় দল ব্রাজিল। তবে ছেলে আব্রাহাম খান জয়ের পছন্দ আর্জেন্টিনা বলে জানালেন তিনি। আর্জেন্টিনার জার্সি পরা স্থিরচিত্রও রয়েছে ফেসবুকে।