‘আশিকি’ সিনেমার সেই অভিনেতা এখন কোথায়, কী করছেন?

১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের তুমুল জনপ্রিয় ‘আশিকি’ সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছিলেন অভিনেতা দীপক তিজোরি। তবে মাঝখানে বেশ কিছুটা সময় চলচ্চিত্রে পাওয়া যায়নি তাঁকে; বিরতি ভেঙে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি।
নব্বইয়ে দশকের বলিউডের বাঘা বাঘা নায়কের ভিড়ে দীপককে নায়ক হিসেবে পর্দায় খুব একটা দেখা যায়নি। ‘খিলাড়ি’, ‘বাদশাহ’সহ বেশ কয়েকটি পার্শ্বচরিত্রে অভিনয় করেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন
 ছবি: ইনস্টাগ্রাম থেকে
তবে মহেশ ভাটের ‘আশিকি’ সিনেমায় অভিনয়ের পর জনপ্রিয়তা পেয়েছেন দীপক। ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশি দর্শকের কাছেও পরিচিত মুখ ছিলেন তিনি
মাঝখানে অভিনয় থেকে দূরে ছিলেন দীপক। তাঁর ভাষ্যে, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে অভিনেতাকে সব সময়ই একটা বৃত্তে বেঁধে ফেলা হয়। আমার সঙ্গেও একসময় “নায়কের বন্ধু”, “সাইড কিক”, “সহ–অভিনেতা” ইত্যাদি বিশেষণ জুড়ে গিয়েছিল। তাই অভিনয় থেকে দূরত্ব বাড়িয়েছিলাম।’
২০০৩ সালের দিকে পরিচালনায় মন দেন দীপক। এর ফাঁকে টুকটাক অভিনয় চালিয়ে গেছেন। ২০১৮ সালে ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’ সিনেমায় দেখা গেছে তাঁকে। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি
প্রায় ছয় বছর পর আবারও বড় পর্দায় আসছেন দীপক। ১০ মে তাঁর ‘টিপসি’ সিনেমা মুক্তি পাবে। ছবিটি পরিচালনার পাশপাশি এতে অভিনয়ও করছেন দীপক
এর আগে বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে দীপক বলেছিলেন, ‘আমি সব সময় প্রধান চরিত্রে কাজ করতে চেয়েছি, তবে তাঁরা আমাকে মেনে নিতে পারেননি।’
মাঝখানে টালিগঞ্জের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে ‘ইত্তর’ নামে একটি সিনেমা করেছেন দীপক