গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে পুরস্কার পাওয়া শিল্পী–কলাকুশলীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন তিনি
গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে পুরস্কার পাওয়া শিল্পী–কলাকুশলীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন তিনি

কারা পেলেন কোন পুরস্কার, দেখে নেওয়া যাক ছবিতে

দুই সপ্তাহ আগে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। এর পর থেকেই পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও কলাকুশলীরা অপেক্ষায় ছিলেন, কবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। গতকাল মঙ্গলবার ছিল সেই মাহেন্দ্রক্ষণ। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক, নায়ক, নায়িকাসহ শিল্পী ও কলাকুশলীরা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২৭ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রদান করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবিতে দেখে নেওয়া যাক পুরস্কার গ্রহণের মুহূর্ত।
কথাসাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দামাল’ ছবির কাহিনিকার। মুক্তির পর ছবিটি প্রশংসিত হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে শ্রেষ্ঠ কাহিনিকারের পুরস্কার পেয়েছেন ফরিদুর রেজা সাগর।
যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। পুরস্কার নিচ্ছেন ছবির প্রযোজক ও পরিচালক মুহাম্মদ কাইউম। শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কারও পেয়েছেন তিনি।
যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘পরাণ’। ছবির প্রযোজক মোহাম্মদ তামজিদ উল আলম পুরস্কার গ্রহণ করেছেন।
‘শিমু’ চলচ্চিত্রের জন্য এবারের আসরের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক নির্বাচিত হয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন।
বছরের আলোচিত সিনেমা ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটিতে অভিনয় করে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা নির্বাচিত হয়েছেন চঞ্চল চৌধুরী। পুরস্কার গ্রহণ করছেন তিনি।
যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান। ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।
একই আসরে যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রিকিতা নন্দিনী শিমু। তিনি ‘শিমু’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পান। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন তিনি।
হালের আলোচিত অভিনেতা নাসির উদ্দিন খানও প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। ‘পরাণ’ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন তিনি। যেদিন তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন, সেদিন ছিল তাঁর বিয়ের ২২তম বছর।
‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পাড়ে’, ‘প্রিয়তমেষু’র মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন অভিনয়শিল্পী আফসানা মিমি। প্রতিটি সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, তবে মিমি পাননি। চলচ্চিত্রে তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আফসানা মিমি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তিনি।
নাটকে বেশি অভিনয় করা হয় সুভাশীষ ভৌমিকের। হঠাৎ তাঁকে চলচ্চিত্রেও দেখা যায়। ২০২২ সালে মুক্তি পায় তাঁর অভিনীত ‘দেশান্তর’ ছবিটি। এ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতা নির্বাচিত হন তিনি।
এ বছর সেরা কৌতুক অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা দীপু ইমাম। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় ‘টাই হারুন’ চরিত্রে অভিনয় করে এই পুরস্কার পেলেন তিনি।
‘রোহিঙ্গা’ ছবিতে অভিনয় করে যুগ্মভাবে শ্রেষ্ঠ শিশুশিল্পী নির্বাচিত হয়েছে বৃষ্টি আক্তার। ঢাকার মোহাম্মদপুরের টোকাই নাট্যদলের সদস্য বৃষ্টি যখন ছবিটিতে অভিনয় করে, তখন সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। টেকনাফে ছবিটির শুটিং হয়। রোহিঙ্গা চরিত্রে তার অভিনয় তখন সবাই পছন্দ করে।
‘বীরত্ব’ সিনেমায় অভিনয়ের জন্য যুগ্মভাবে শ্রেষ্ঠ শিশুশিল্পী নির্বাচিত হয়েছে মুনতাহা এমিলিয়া।
‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবিতে অভিনয়ের জন্য শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছে সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর এলাকার ফারজিনা আক্তার। এখন তার বয়স ৮ বছর হলেও সিনেমার শুটিংয়ের সময় ছিল ৪ বছর। শুটিং সময়ের কথা তেমন একটা মনে নেই। শুধু জানিয়েছে, যেভাবে তাকে বলে দেওয়া হতো সেভাবেই সে অভিনয় করত। অনেক সময় তার ভয় ও লজ্জা লাগত।
বিজ্ঞাপনের জিঙ্গেল একচেটিয়া করেছেন রিপন খান। নাটক-চলচ্চিত্রের গানের সংগীত পরিচালনাও করেছেন। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘পায়ের ছাপ’ চলচ্চিত্রে সংগীত পরিচালনার জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন রিপন খান। মেয়ের সেলফিতে বাবা রিপন খান
‘অপারেশন সুন্দরবন’ ছবিতে গান গেয়ে যুগ্মভাবে শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন বাপ্পা মজুমদার। এর আগে তিনি ‘সত্তা’ ছবির সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
‘হৃদিতা’ ছবির ‘ঠিকানাবিহীন তোমাকে’ গানটি গেয়ে যুগ্মভাবে শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন চন্দন সিনহা। ২০১৩ সালে তিনি ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানের জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
‘পায়ের ছাপ’ ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হন আতিয়া আনিসা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে শ্রেষ্ঠ সিনেমা নির্বাচিত হয়েছে ‘পরাণ’। এই ছবির গান লিখে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন রবিউল ইসলাম জীবন।
‘পায়ের ছাপ’ ছবির গানে সুর করে শ্রেষ্ঠ সুরকার নির্বাচিত হয়েছেন শওকত আলী ইমন।
সরকারি অনুদানে তৈরি ‘গলুই’ ছবির কাহিনিকার খোরশেদ আলম। যুগ্মভাবে তিনিও পেয়েছেন শ্রেষ্ঠ কাহিনিকারের পুরস্কার।
‘গলুই’ ছবির পরিচালক এস এ হক অলিক। তিনি এই ছবির সংলাপ রচয়িতাও। পরিচালক হিসেবে পুরস্কার না পেলেও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন তিনি।