স্পটিফাইয়ের তালিকায় থাকা দর্শন রাওয়ালকে কতটা জানেন

স্পটিফাইয়ে ২০২৩ সালে ভারতীয় তরুণ গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়ালকে শুনেছেন বাংলাদেশের শ্রোতারা। বাংলাদেশে থেকে সবচেয়ে বেশি স্ট্রিমিংয়ের সেরা দশ শিল্পীর তালিকায় রয়েছেন তিনি। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
মাঝে ঢাকায় গান করতে এসেছিলেন দর্শন রাওয়াল। তাঁকে ঘিরে শ্রোতাদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এবার স্পটিফাইয়ের তালিকায়ও তাঁর ছাপ পাওয়া গেল। অরিজিৎ সিং, টেলর সুইফটদের সঙ্গে বাংলাদেশ থেকে শীর্ষ দশের তালিকায় রয়েছেন দর্শন
ছবি: ইনস্টাগ্রাম
‘তেরা জিকর’, ‘খিচ মেরি ফটো’, ‘বেখুদি’, ‘কামারিয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়ে আলোচিত হয়েছেন দর্শন রাওয়াল
দর্শন রাওয়াল হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন। তরুণদের কাছে তাঁর আলাদা পরিচিতি রয়েছে
২০১৪ সালে ভারতের একটি রিয়েলিটি শোর মাধ্যমে পরিচিতি পান তিনি
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দর্শন রাওয়ালের গান ‘মাহিয়া জিন্নাহ সোহনা’ বিশ্বজুড়ে সাড়া ফেলেছে