দেখতে ৯ বছর, তবে সে শিশু নয়, আসছে সেই সিনেমার সিকুয়েল

ভৌতিক ঘরানার সাড়া জাগানো সিনেমার একটি ‘অরফান’। ২০২২ সালে মুক্তি পায় আলোচিত সেই সিনেমার দ্বিতীয় কিস্তি। এবার প্রযোজনা প্রতিষ্ঠান লায়নস গেট ভক্তদের জন্য সুখবর দিল। আসছে সিনেমাটির তৃতীয় কিস্তি। কিন্তু সিনেমাটি এখন কোন পর্যায়ে রয়েছে, সেটা জানা যায়নি। জেনে নিতে পারেন সিনেমাটি সম্পর্কে।
যাঁরা ভৌতিক আবহের সিনেমা পছন্দ করেন, তাঁরা ভৌতিক এই সাইকোলজিক্যাল হরর সিনেমাটিকে ‘মাস্ট ওয়াচ’ তালিকায় রাখতে পারেন। কারণ, সিনেমাটিতে কী ঘটতে যাচ্ছে, তা সহজে আঁচ করতে পারবেন না।
ছবি: ফেসবুক
এক দম্পতি ৯ বছরের এক শিশু দত্তক নেন। কিন্তু আদতে সে ৯ বছরের শিশু নয়। ক্রমেই গল্পের রহস্য দর্শকদের আটকে রাখে ২ ঘণ্টা ৩ মিনিট ধরে।
সিনেমার দ্বিতীয় পর্ব ছিল আরও ভয়ানক। মানসিক স্বাস্থ্যকেন্দ্র থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আসার গল্প তুলে ধরা হয়। গল্প ভালো লাগলেও সিনেমাটির উপস্থাপনা নিয়ে দর্শকেরা প্রশ্ন তোলেন। অনেক দর্শকদের মনঃপূত হয়নি সিনেমাটি। সিনেমার আইএমডিবি রেটিং ৫.৯।
সিনেমাটি দিয়ে প্রথম আলোচনায় আসে ১১ বছরের অভিনেত্রী ইসাবেল ফারম্যান। সিনেমার অডিশনে সে অনেক আগের পোশাক পরে এসেছিল, যা প্রথম দেখায় কাস্টিং ডিরেক্টরের পছন্দ হয়। দ্বিতীয় কিস্তিতে একমাত্র তাকেই পাওয়া যায়। এবার তৃতীয় কিস্তিতেও তাকে দেখা যাবে।
২০০৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমার প্রথম পর্বের বাজেট ছিল ২ কোটি ডলার। আয় করে ৭ দশমিক ৭ কোটি ডলার। সিনেমাটির পরের সিকুয়েলের বাজেট ছিল ৮০ লাখ ডলার। আয় করে প্রায় ৩ দশমিক ৭ কোটি ডলার।