‘লাশ উদ্ধার’–এর পাঁচ দিন পর অভিনেত্রী বললেন আমি বেঁচে আছি

বীণা কাপুর
ছবি : সংগৃহীত

এ যেন সিনেমার গল্প। ‘লাশ উদ্ধার’–এর  পাঁচ দিন পর থানায় হাজির হলেন ভারতীয় টিভি অভিনেত্রী বীণা কাপুর। পুলিশকে বললেন আমি বেঁচে আছি। সম্পত্তির জন্য মা বীণা কাপুরকে বেসবল ব্যাট দিয়ে আঘাত করে মেরে ফেলেছিলেন শচিন কাপুর। শচিন এখনো থানায় আটক আছেন। এমনটাই খবর প্রচার হয়েছিল।
মূল ঘটনা হচ্ছে, যাঁর লাশ উদ্ধার করা হয়েছে, তাঁর নামও বীণা কাপুর এবং তাঁর বাড়িও জুহুতে। দুজনের একই নাম হওয়ায় এ বিভ্রান্তি হয়। এই ঘটনার পর প্রায় সব ভারতীয় সংবাদমাধ্যমে বীণার ছবি দিয়ে তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়।

থানায় গিয়ে পুলিশের কাছে যাঁরা এই গুজব ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বীনা কাপুর

এর পর থেকেই সমবেদনা জানিয়ে তাঁর কাছে বিভিন্ন মেসেজ ও ফোন আসতে থাকে। এতে একধরনের বিরক্ত হয়ে গেছেন তিনি। তাই তো থানায় গিয়ে পুলিশের কাছে যাঁরা এই গুজব ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

পুলিশকে অভিনেত্রী বলেন, ‘আমার ছেলে আমাকে খুন করেনি, আমি বেঁচে আছি। যেই সংবাদ ছড়িয়েছে তা ভুল।’ খুনের অভিযোগ যেই ছেলে অভিষেক কাপুরের বিরুদ্ধে তিনি বলেন, ‘এই সংবাদের পর সবাই ফোন করে বলছে আমি নাকি আমার মাকে খুন করেছি। আমার মাকে আমি প্রচণ্ড ভালোবাসি। এমন ভয়ানক কথা আমি তো স্বপ্নেও ভাবতে পারি না।’

গত শনিবার বীণা কাপুর নামের এক নারীর লাশ উদ্ধার করে মুম্বাই পুলিশ। সম্পত্তির জন্য তাঁকে তাঁর ছেলে শচিন কাপুর বেসবল ব্যাট দিয়ে আঘাত করেন। মায়ের মৃত্যু নিশ্চিত করার পর প্লাস্টিকের ব্যাগে করে লাশ জুহু থেকে ৯০ কিলোমিটার দূরের রায়গড়ের জঙ্গলে ফেলে দিয়ে আসেন। এই ঘটনায় শচিন এখন পুলিশের হেফাজতে রয়েছেন।