‘ভুয়া সংবাদের’ স্ক্রিনশট প্রকাশ করে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃতির

অনলাইনে অর্থ লেনদেনে জড়িত প্রতিষ্ঠানের প্রচারণা করেছেন তিনি—এমন কয়েকটি ‘ভুয়া সংবাদে’ চটেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।
সেসব সংবাদে দাবি করা হয়, ‘কফি উইথ করণ’ শোয়ে অনলাইনে অর্থ লেনদেনে জড়িত প্রতিষ্ঠানের প্রচারণা করেছেন কৃতি শ্যানন। তবে কৃতির দাবি, তিনি এমন কোনো প্রচারণা করেননি
ছবি: ইনস্টাগ্রাম
এক ইনস্টাগ্রাম পোস্টে কৃতি লিখেছেন, ‘এই সংবাদগুলো পুরোপুরি মিথ্যা। অসৎ ও অসাধু উদ্দেশ্যে এগুলো প্রকাশ করা হয়েছে।’
কয়েকটি ‘ভুয়া সংবাদের’ স্ক্রিনশট প্রকাশ করে তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃতি। ছবি: ইনস্টাগ্রাম কয়েকটি ‘ভুয়া সংবাদের’ স্ক্রিনশট প্রকাশ করে তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃতি
সামনে শহিদ কাপুরের সঙ্গে নাম চূড়ান্ত না হওয়া এক সিনেমায় পাওয়া যাবে কৃতিকে। আগামী বছর মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য ক্রু’ সিনেমাও করেছেন তিনি। সিনেমাতে তাঁর সহশিল্পী টাবু, কারিনা কাপুর
২০২১ সালে ‘মিমি’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কৃতি শ্যানন