বইছে ফাগুনের হাওয়া। মনজুড়ে অন্য রকম অনুভূতি আর ভালো লাগার আমেজ। পোশাকে–প্রকৃতিতে ছড়ানো ভালোবাসার রং। কোকিলের ডাকে, হৃদয়ের বাঁকে বাঁকে প্রিয় মানুষকে স্মরণ–সুখের বারতা। বসন্ত ও ভালোবাসার যুগপৎ উদ্যাপনে ব্যস্ত সবাই। ভালোবাসা দিবস ঘিরে পাঠক–দর্শকদের জন্য তিন দিনের বর্ণিল আয়োজন করেছে প্রথম আলো ডটকম। অনুষ্ঠানগুলো একযোগে দেখা যাচ্ছে প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও প্রথম আলো ডটকমে।
ভালোবাসাবিষয়ক পরামর্শ–বিশ্লেষণমূলক আয়োজন ‘লাভ জিপিটি: গভীর প্রেমের টিপস’
প্রেম–ভালোবাসা–বিয়ে–সংসার—সম্পর্কের নানা সময়ে অপ্রত্যাশিত ঘটনার পরিপ্রেক্ষিতে করণীয় সম্পর্কে বুঝতে পারেন না অনেকেই। অনেক সময় নিতে পারেন না সঠিক সিদ্ধান্তও। মনের মধ্যে সারাক্ষণ বাজে একটাই প্রশ্ন—কী যে করি এখন? সম্পর্কের এমন জটিলতা নিয়ে দর্শক–পাঠকদের পাঠানো সমস্যা ও প্রশ্নের পরামর্শ–বিশ্লেষণমূলক আয়োজন ‘লাভ জিপিটি: গভীর প্রেমের টিপস’।
কথাসাহিত্যিক আনিসুল হকের সঞ্চালনায় পরামর্শ দেবেন মনোরোগ–বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার ও অভিনয়শিল্পী মাসুমা রহমান নাবিলা। হাতিল নিবেদিত প্রথম আলো ডটকমের বিশেষ এই অনুষ্ঠান প্রচারিত হবে আজ মঙ্গলবার রাত আটটায়।
জনপ্রিয় দম্পতিরা বলছেন ‘ভালোবাসার দিনে ভালোবাসার গল্প’
ভালো লাগা থেকে হয় ভালোবাসা। তারপর বোঝাপড়ার সূত্র ও মনের মিল থেকে প্রণয়। অতঃপর সংসার নামের ‘জটিল ধাঁধা’! ধাঁধাটি যাঁরা সহজে বুঝতে ও সমাধান করতে পারেন—তাঁরাই সুখী হন। মান–অভিমান, সুখ–দুঃখ ছাপিয়ে তখন ডালপালা মেলে দুজনের ভালোবাসার গল্পটাই।
সংগীত ও অভিনয়জগতের এ রকম তিন তারকাজুটি বলেছেন ভালোবাসা নিয়ে নিজস্ব দর্শন–দৃষ্টিভঙ্গি, ব্যাখ্যা, সুখে থাকার মূলমন্ত্র, পরস্পরের পছন্দ–অপছন্দের কথা।
জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও তাঁর স্বামী নেহাল সুনন্দ তাহেরের পর্বটি প্রচারিত হবে আজ বিকেল সাড়ে পাঁচটায়।
গতকাল প্রচারিত অন্য দুটি পর্বে ছিলেন কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল ও তাঁর স্বামী সৈয়দ রেজা আলী এবং অভিনয়শিল্পী জুটি মুমতাহিনা টয়া ও সায়েদ জামান শাওন।
ক্লোজআপ নিবেদিত ‘ভালোবাসার দিনে ভালোবাসার গল্প’ অনুষ্ঠানের তিনটি পর্ব উপস্থাপনা করেছেন নীল হুরেজাহান।
তারকাদের অংশগ্রহণে জমজমাট রম্যবিতর্ক অনুষ্ঠান ‘লাভ লস’
লাভ–ক্ষতির হিসাব কষে ভালোবাসা হয় না। তারপরও স্বার্থের দ্বন্দ্ব, ব্যক্তিত্বের সংঘাত ইত্যাদি কারণে নানা বিষয়ে হয় তর্ক। চলে পক্ষে–বিপক্ষে নিজ নিজ যুক্তির লড়াই। এ রকমই তিনটি বিষয় নিয়ে তিন পর্বে সাজানো হয়েছে এসিআই পাওয়ার সলিউশন নিবেদিত ‘লাভ লস’ অনুষ্ঠানটি।
স্ট্যান্ডআপ কমেডিয়ান আবু হেনা রনির উপস্থাপনায় ‘যার মন বড় যত, সে প্রেমে পড়ে তত’ বিষয়ের পক্ষে ছিলেন অভিনয়শিল্পী সুনেরাহ বিনতে কামাল আর বিপক্ষে ছিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান রাফসান সাবাব। প্রচারিত হয়েছে ১৩ ফেব্রুয়ারি রাত নয়টায়।
‘অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়’ বিষয়টির পক্ষে যুক্তির লড়াই করেছেন অভিনয়শিল্পী তামিম মৃধা। কিন্তু কথাটি মানতে নারাজ অভিনয়শিল্পী শবনম ফারিয়া। তাই তিনি বলেছেন এর বিপক্ষে। এ পর্বেরও উপস্থাপনা করেছেন আবু হেনা রনি। প্রচারিত হবে আজ রাত নয়টায়।
সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে প্রেম–ভালোবাসায়ও এসেছে পরিবর্তন। ক্ষণিকের ভালোবাসা টনিকের মতো কাজ করলেও দীর্ঘস্থায়ী হয় না বেশির ভাগ সময়ই। এ বিষয়ই উঠে এসেছে ‘অ্যাকচুয়াল ভালোবাসার প্রধান অন্তরায় ভার্চ্যুয়াল ভালোবাসা’ শিরোনামের পর্বে। স্ট্যান্ডআপ কমেডিয়ান এমদাদুল হক হৃদয়ের উপস্থাপনায় বিষয়টির পক্ষে ছিলেন মডেল ও উপস্থাপক পিয়া জান্নাতুল আর বিপক্ষে বলেছেন অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক। প্রচারিত হবে ১৫ ফেব্রুয়ারি রাত নয়টায়।