গায়ককে বিয়ে করলেন হংকংয়ের এই অভিনেত্রী

প্রেমিককে বিয়ে করলেন হংকংয়ের জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা জ্যাকুলিন উং। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে থাকল আরও তথ্য।
জ্যাকুলিনের স্বামী ৪৮ বছর বয়সী লাই ম্যান ওয়াং গানের মানুষ। গত শুক্রবার দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সেরছেন তাঁরা
 ছবি: ইনস্টাগ্রাম
বিয়ের পরপরই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন, ‘মাত্রই বিয়ে করলাম।’ সহশিল্পী ও অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন
এর আগে ২০১৯ সালে হংকংয়ের গায়ক আন্ডি হুইয়ের সঙ্গে বিয়ের পর অভিনয় ও গানে অনেকটা অনিয়মিত হয়ে পড়েন। এর আগে অভিনেতা কেনেথ মা’র সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন জ্যাকুলিন
বিচ্ছেদ সামলে এ বছর গান ও অভিনয়ে নিয়মিত হয়েছেন তিনি। ইতিমধ্যে দুটি গান প্রকাশও করেছেন জ্যাকুলিন
জ্যাকুলিনের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে, শেকড় হংকংয়ে। ২০১২ সালে মিস হংকং হয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি