লি আরিয়ম
লি আরিয়ম

কে–পপ তারকার আত্মহত্যার চেষ্টা, এখনো জ্ঞান ফেরেনি

আত্মহত্যার চেষ্টার পর কে–পপ তারকা লি আরিয়মকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৯ বছর বয়সী এই কোরীয় গায়িকা। এখনো তাঁর জ্ঞান ফেরেনি। খবর কোরিয়া টাইমসের

লি আরিয়ম
ছবি: ইনস্টাগ্রাম

কোরীয় ব্যান্ড টি আরার সাবেক সদস্য আরিয়মের প্রেমিক জানান, তিনি আরিয়মের সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
আত্মহত্যার চেষ্টা চালানোর আগে আজ সকালে একটি চিরকুট রেখেছিলেন। এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন আরিয়ম, গত বছরের ডিসেম্বরে চার বছরের সংসারে বিচ্ছেদের পর থেকে কঠিন সময় পার করছিলেন তিনি। এর মধ্যে নতুন প্রেমিককে পরিচয় করিয়ে দেন এই গায়িকা।

লি আরিয়ম

সাবেক স্বামীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে আরিয়মের। তাঁর দুই পুত্রসন্তানকে মারধর করতেন বলে অভিযোগ করেছিলেন এই গায়িকা।
গত সোমবার ইনস্টাগ্রামে নিজের দুটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ২০২১ সালে তাঁর গায়ে হাত তুলেছিলেন সাবেক স্বামী।

২০১২ সালে টি আরা ব্যান্ডে যোগ দেন আরিয়ম। ২০১৩ সাল ব্যান্ড থেকে বের হয়ে একক ক্যারিয়ার গড়েন তিনি।