বরিস বেকার, ইরান, জেলেনস্কি আর লালগালিচার তারকারা

ইউরোপের তিন গুরুত্বপূর্ণ উৎসবের একটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে উৎসবের এবারের আসর। বার্লিন উৎসব সব সময়ই রাজনৈতিক অবস্থানের জন্য খ্যাত। এবারও ব্যতিক্রম নয়, উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া লালগালিচায় দ্যুতি ছড়িয়েছেন তারকারা। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বার্লিন উৎসবের হালহকিকত।
মার্কিন অভিনেতা ম্যাট ডেমন, আইরিশ গায়ক বোনো, আইরিশ শিল্পী অ্যাডাম ক্লেটন—এক ফ্রেমে তিন তারকাকে পাওয়া গেল বার্লিন উৎসবে। উপলক্ষ, নব্বইয়ের দশকে অবরুদ্ধ সারায়েভোর প্রেক্ষাপটে নির্মিত তথ্যচিত্র ‘কিস দ্য ফিউচার’-এর প্রদর্শনী। তথ্যচিত্রটির অন্যতম প্রযোজক ম্যাট ডেমন, এতে দেখা গেছে শিল্পী বোনো ও ক্লেটনকে
ছবি : এএফপি
লালগালিচায় সুইজারল্যান্ডের অভিনেত্রী লুনা ওয়েডলার
এক ফ্রেমে জনপ্রিয় ব্যান্ড ইউটুর দুই সহকর্মী বোনো ও অ্যাডাম ক্লেটন। সংগীত তারকাদের দেখা গেছে ‘কিস দ্য ফিউচার’-এর প্রদর্শনীতে
‘পাস্ট লাইভস’ সিনেমার প্রিমিয়ারে লালগালিচায় কোরীয় অভিনেতা তেও ইয়ো, কোরীয়-কানাডীয় নির্মাতা সেলিন সং, যুক্তরাষ্ট্রের অভিনেত্রী গ্রেটা লি ও অভিনেতা জন মাগারো
সাবেক জার্মান টেনিস তারকা বরিস বেকার হাজির বার্লিন উৎসবে! তাঁর আগমনের হেতু তথ্যচিত্র ‘বুম! বুম! দ্য ওয়ার্ল্ড ভার্সেস বরিস বেকার’ তথ্যচিত্রের প্রিমিয়ার। কিছুদিন আগেই কারামুক্তি হয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বরিস বেকার। উৎসবে তাঁকে পাওয়া গেল ফুরফুরে মেজাজে
প্রযোজকের ভূমিকায় বার্লিন উৎসবে এসেছেন ম্যাট ডেমন। ‘কিস দ্য ফিউচার’-এর আরেক প্রযোজক বেন অ্যাফ্লেক অবশ্য আসেননি
ইরানের সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানানো হয়েছে বার্লিন উৎসব থেকে। যে সমর্থনে শরিক হয়েছেন ৭৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারক অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টও
গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর কিয়েভে গিয়ে তথ্যচিত্রের শুটিং করেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও নির্মাতা শন পেন। এবারের বার্লিন উৎসবে হয়ে গেল তাঁর সেই তথ্যচিত্র ‘সুপারপাওয়ার’-এর প্রিমিয়ার। উৎসবের সংবাদ সম্মেলনে শন পেন বলেন, ‘এই সময়ের জন্য জেলেনস্কির জন্ম হয়েছে’
‘কিল বকসুন’-এর প্রদর্শনীতে লালগালিচায় দুই কোরীয় অভিনেত্রী কিম সি-এ ও জেওন ডো-পোজ
এবারের বার্লিন উৎসবে প্রতিযোগিতায় লড়ছে থ্রিলার সিনেমা ‘ম্যানোড্রোম’। ছবিটির প্রিমিয়ারে অস্ট্রেলিয়ান অভিনেত্রী ওদেসা ইয়ং
‘ম্যানোড্রোম’-এর প্রিমিয়ারে ছবিটির অভিনয়শিল্পী ও পরিচালক