‘সৌদি প্রো লিগ: কিক অফ’–এ ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: নেটফ্লিক্স
‘সৌদি প্রো লিগ: কিক অফ’–এ ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: নেটফ্লিক্স

তথ্যচিত্রে সৌদি ফুটবলের নেপথ্য গল্প

তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক সম্পদকে বৈচিত্র্যময় করার জন্য ‘ভিশন ২০৩০’ প্রকল্প চালু করে সৌদি আরব। বিনোদনজগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শুধু সিনেমাশিল্পেই নয়, ক্রীড়াজগতেও বাজিমাত করছে দেশটি। দেশটির ফুটবল লিগ এখন বিশ্বের অন্যতম সেরা লিগে পরিণত হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো থেকে নেইমার, করিম বেনজেমার মতো বড় তারকাদের অন্তর্ভুক্তির কারণে বিশ্বব্যাপী দর্শকের কাছে ‘সৌদি প্রো লিগ’–এর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।

সৌদির এ সাফল্যের রহস্য কী? এই জৌলুশের নেপথ্যেই বা কী রয়েছে? সৌদি আরবের ফুটবল লিগের এই জৌলুশের নেপথ্যের গল্প এবার উঠে আসবে তথ্যচিত্রে। নেটফ্লিক্সে আসছে তথ্যচিত্র সৌদি ‘প্রো লিগ: কিক অফ’।

আরব নিউজ জানিয়েছে, আগামী ২১ নভেম্বর মুক্তি পাবে সিরিজ তথ্যচিত্রটির প্রথম কিস্তি। কীভাবে মধ্যপ্রাচ্যের একটি দেশের ফুটবল লিগ এত দ্রুত বিকশিত হলো, পর্দায় সেটাই উঠে আসবে।

যেখানে রোনালদো, নেইমার, বেনজেমাসহ তারকা ফুটবলাররা ভাগ করে নেবেন সৌদি লিগে খেলার অভিজ্ঞতা। এ ছাড়া কথা বলবেন সৌদি আরবের ক্লাব আল ইত্তিফাকের কোচ ইংলিশ কিংবদন্তি স্টিভেন জেরার্ড। থাকবে অন্য দলের কোচ থেকে শুরু করে ধারাভাষ্যকারদেরও সাক্ষাৎকার।

ছয় পর্বের এ তথ্যচিত্রে উঠে আসবে ২০২৩-২৪ মৌসুমের সেরা মুহূর্ত ও হাইলাইটস। এ ছাড়া সৌদির পাঁচ ক্লাব আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ, আল আহলি ও আল ইত্তিফাকের উত্থানের জানা–অজানা গল্পও দর্শকদের সামনে ভাগ করে নেওয়া হবে।