বছরের শেষে জেগে উঠেছে চীনের বক্স অফিস। একসঙ্গে পাঁচটি সিনেমা বক্স অফিসে রাজত্ব চালাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোর হিসাবে এই সাফল্যকে অভাবনীয় বলা হলেও এই আয় গত বছরের আয়ের তুলনায় কম। গত বছরের চেয়ে এবার চীনের সিনেমা ২১ দশমিক ৫ ভাগ কম আয় করেছে।
আয়ে সবচেয়ে এগিয়ে আছে ডিজনির ‘মুফাসা: দ্য লায়ন কিং’, এটিই এখনো শীর্ষ অবস্থান ধরে রেখেছে। সিনেমাটির আয় আট মিলিয়ন ডলার। অ্যানিমেশন অ্যাডভেঞ্চার সিনেমাটির গল্প মুফাসা নামের এক সিংহকে নিয়ে, যে হারিয়ে একা হয়ে যায়। তার গন্তব্য খোঁজার গল্পটি দর্শক পছন্দ করেছেন। সিনেমাটির আইএমডিবি রেটিং ৬ দশমিক ৮।
দ্বিতীয় অবস্থানে রয়েছে হংকং–এর অ্যাকশন ড্রামা ‘দ্য প্রসিকিউটর’। ডনি ইয়েন অভিনীত ‘দ্য প্রসিকিউটর’ প্রযোজনা করেছে মায়োনা পিকচার্স। সিনেমা চীন থেকে আয় করেছে ৭ দশমিক ১ মিলিয়ন ডলার। এ ছাড়া মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজার থেকে আয় ১৮ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। গরিব এক তরুণ মাদক–কাণ্ডে জড়িয়ে যায়। এ ঘটনার তদন্ত নিয়েই সিনেমাটি।
কনসার্টকে ঘিরে সিনেমা ‘জেসন ঝাঙ ব্লিলিয়ান্স ট্রুর’ সিনেমাটি। চীনের এই সিনেমার আয় ৫ দশমিক ৭ মিলিয়ন ডলার। গত সপ্তাহে এটি মুক্তি পেয়েছে। সিনেমায় উঠে এসেছে কনসার্টের মাধ্যমে চীনের সংস্কৃতির গল্প।
এম্পেরিয়র মোশন পিকচার্সের সিনেমা ‘দ্য লাস্ট ড্যান্স’ আয় করেছে ৫ দশমিক ১ মিলিয়ন ডলার। সব মিলিয়ে আয় ১৮ দশমিক ৫ মিলিয়ন ডলার। সিনেমাটি চীন বক্স অফিসে আয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। সিনেমার গল্প একজন ঋণগ্রস্ত বিবাহ পরিকল্পনাকারীর ঘটনাক্রমে সফল অন্ত্যেষ্টিক্রিয়া পরিকল্পনাকারী হয়ে ওঠা নিয়ে।
চীন বক্স অফিসে দীর্ঘ সময় দাপট দেখিয়েছে ‘হার স্টোরি’ সিনেমাটি। সব মিলিয়ে সিনেমাটির আয় ৯৬ দশমিক ৬ মিলিয়ন ডলার। সিনেমাটি গত সপ্তাহে এসেও ৪ মিলিয়ন ডলার আয় করেছে। বর্তমানে এটা আয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
সব মিলিয়ে চীনের বক্স অফিসে এ সপ্তাহে আয় ছিল ৩৭ মিলিয়ন ডলার। এ বছর চীন বক্স অফিসের আয় ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার, যা গত বছরের চেয়ে কম।