নতুন সিনেমা নির্মাণ করছেন অস্কারজয়ী দক্ষিণ কোরীয় নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার পার্ক চ্যান–উক। গত শনিবার থেকে থ্রিলার ঘরানার ‘আই কান্ট হেল্প ইট’ নামে ছবির দৃশ্যধারণ শুরু করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সাহিত্যিক ডোনাল্ড ওয়েস্টলেকের উপন্যাস ‘দ্য এক্স’ অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন ‘ওল্ডবয়’, ‘ডিসিশন টু লিভ’ নির্মাতা।
সিনেমার গল্পে দেখা যাবে, ২৫ বছর ধরে একটি কোম্পানিতে চাকরি করছিলেন মান সু। একসময় তাঁকে ছাঁটাই করা হয়। স্ত্রী ও সন্তানকে নিয়ে কঠিন সময় পার করছিলেন। নতুন চাকরি খুঁজতে গিয়ে বিপত্তিতে পড়েন।
এতে মান সু চরিত্রে অভিনয় করেছেন স্কুইড গেম তারকা লি বিয়ং হুন। তাঁর স্ত্রী মি রি চরিত্রে ‘ক্র্যাশ ল্যান্ডি অন ইউ’ অভিনেত্রী সন ইয়েজিনকে দেখা যাবে।
কোরীয় দুই তারকা অভিনয়শিল্পীকে প্রথমবারের মতো জুটি বেঁধে নিয়ে আসছেন পার্ক চ্যান–উক। পার্কের সঙ্গে এবারই প্রথম নয়, এর আগে তাঁর ‘জয়েন্ট সিকিউরিটি এরিয়া, থ্রি...এক্সট্রিমস’ সিনেমায় অভিনয় করেছেন লি। তবে পার্ক চ্যানের সঙ্গে আগে কখনোই কাজ করেননি সন।
এতে আরও অভিনয় করছেন পার্ক হি সুন, লি সুং মিন। এইচবিওর মিনি সিরিজ ‘দ্য সিমপ্যাথাইজার’ পরিচালনা করেছেন ৬০ বছর বয়সী পার্ক চ্যান–উক। সিরিজটি এ বছরের এপ্রিলে মুক্তি পেয়েছে।
বড় পর্দার জন্য নির্মিত হচ্ছে ‘আই কান্ট হেল্প ইট’। ২০২২ সালে পার্ক চ্যান–উকের সর্বশেষ সিনেমা ‘ডিসিশন টু লিভ’ বড় পর্দায় মুক্তি পেয়েছিল।
সূত্র: দ্য কোরিয়া হেরাল্ড