চলতি বছর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান জুরি হচ্ছেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার।
গতকাল উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এক বিবৃতিতে ভেনিস উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর আলবার্তো বারবারা বলেন, ‘ইজাবেল হুপার একজন অসাধারণ অভিনেত্রী।
তিনি চলতি বছর উৎসবের প্রধান জুরির দায়িত্ব নিতে সম্মত হওয়ায় আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।’
৭১ বছর বয়সী এই ফরাসি অভিনেত্রী ১৯৭১ সাল থেকে কাজ করে যাচ্ছেন। পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ‘আলোইস’, ‘ভায়োলেত নজিয়ে’, ‘দ্য পিয়ানো টিচার’, ‘স্টোরি অব ওম্যান’, ‘লা সেরেমোনি’, ‘লুলু’, ‘লা সেপারাসিওঁ’,‘এইট ওম্যান’, ‘আমুর’, ‘এলি’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন।
‘এলি’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি অস্কারে মনোনীত হয়েছিলেন, পেয়েছেন গোল্ডেন গ্লোব পুরস্কার। এ ছাড়া কান, বার্লিন ও ভেনিস উৎসবের একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।
চলতি বছরের ২৮ আগস্ট শুরু হবে ভেনিস চলচ্চিত্র উৎসব, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।