‘পারফেক্ট ডেজ’ ছবির দৃশ্যে ইয়াকুশো কোজি ও নাকানো আরিসা। ছবি : আয়োজকদের সৌজন্যে
‘পারফেক্ট ডেজ’ ছবির দৃশ্যে ইয়াকুশো কোজি ও নাকানো আরিসা। ছবি : আয়োজকদের সৌজন্যে

‘পারফেক্ট ডেজ’ দিয়ে শুরু হচ্ছে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সোমবার শুরু হচ্ছে ৩৬তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজকেরা আশা করছেন, করোনাভাইরাস মহামারির পর সংকট কাটিয়ে ওঠার সার্বিক প্রতিফলন এ উৎসবে ফুটে উঠবে। সোমবার সন্ধ্যায় তারকাদের টোকিওর কেন্দ্রস্থলের হিবিয়া এলাকার নির্ধারিত একটি স্থানে রেড কার্পেটে হেঁটে যাওয়ার পর তাকারাজুকা হলে বসবে উৎসবের উদ্বোধন ঘোষণার আনুষ্ঠানিক আয়োজন।

অনুষ্ঠানের পর উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে জার্মানির বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ভিম ভেন্ডার্সের সর্বশেষ ছবি ‘পারফেক্ট ডেজ’-এর বিশেষ প্রদর্শনীর মধ্য দিয়ে যাত্রা শুরু হবে ১০ দিনের উৎসবের।

প্রয়াত জাপানি চলচ্চিত্র পরিচালক ইয়াসুজিরো ওজুকে স্মরণ করে ভেন্ডার্স তাঁর এই সর্বশেষ ছবি তৈরি করেছেন, যে ছবির কাহিনি আবর্তিত হয়েছে টোকিওর গণশৌচাগারের পরিচ্ছন্নতাকর্মীর জীবনের বৈচিত্র্যময় বিভিন্ন দিককে ঘিরে।

নির্ধারিত কাজের বাইরে তাঁর পছন্দ গান শোনা ও বই পড়া। কিন্তু অপ্রত্যাশিত কিছু ব্যাপার ধীরে তাঁর জীবনের অতীতকে মেলে ধরলে ভিন্ন এক ব্যক্তিত্বের দেখা পান দর্শকেরা।

টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন জাপানি অভিনেতা ইয়াকুশো কোজি, এ ছবিতে অভিনয়ের জন্য চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। ভেন্ডার্স তাঁকে আখ্যায়িত করেছেন নিজের রিউ চিশু হিসেবে, ওজুর ‘টোকিও স্টোরি’র যে অভিনেতা অতি সাধারণ এক চরিত্রে অসাধারণ অভিনয় দিয়ে বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্র অনুরাগীদের ভালোবাসা পেয়েছিলেন।

ভিম ভেন্ডার্স ৩৬তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে পাঁচ সদস্যের আন্তর্জাতিক জুরিবোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন। মূল প্রতিযোগিতা বিভাগ ছাড়াও এশিয়ান ফিউচার এবং অ্যামাজন প্রাইম ভিডিও বিভাগেও সেরা ছবিকে পুরস্কৃত করা হবে।

মূল প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির বাইরে শ্রেষ্ঠ পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের দেওয়া হবে বিশেষ পুরস্কার। এ ছাড়া বিশেষ জুরি পুরস্কার এবং সেরা শৈল্পিক অবদানের পুরস্কারও এই বিভাগে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। এবারের উৎসবের জন্য ১১৪টি দেশ ও ভূখণ্ড থেকে ছবি জমা পড়েছে ১ হাজার ৯৪২টি, গত বছরের উৎসবের চেয়ে ২০ শতাংশ বেশি।

৩৬তম চলচ্চিত্র উৎসবের পোস্টার

এ ছাড়া ওজুর ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সব কটি ছবি দেখানো হবে। বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে সিনেমাগুলোর ডিজিটাল রূপান্তর উৎসব উপলক্ষে করে নেওয়া হয়েছে।