অনসূয়া সেনগুপ্ত। ইনস্টাগ্রাম থেকে
অনসূয়া সেনগুপ্ত। ইনস্টাগ্রাম থেকে

কানে পুরস্কার পাওয়া কে এই বাঙালি অভিনেত্রী

কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের প্রতিযোগিতা বিভাগে আঁ সার্তে রিগায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। কনস্ট্যানটিন বোঁজ্যনভের ‘দ্য শেমলেস’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে দৈনিক সংবাদ প্রতিদিন অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
কলকাতার অনসূয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে
মুম্বাইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত, থাকেন গোয়ায়
বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন অনসূয়া। অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ সিনেমায় দেখা গেছে তাঁকে। এ ছাড়া সৃজিত মুখার্জির ‘রে’-তেও ছিলেন অনসূয়া
কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতার পর পুরস্কারটি তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে ও অন্যান্য প্রান্তিক সম্প্রদায়কে উৎসর্গ করেন অনসূয়া। তিনি বলেন, ‘যাঁরা বীরত্বের সঙ্গে এমন এক লড়াই লড়ে চলেছেন, যা লড়ার কোনো প্রয়োজন ছিল না।’